Share Market Today

ষষ্ঠীতেও পড়ল শেয়ার বাজার, ২৩১ পয়েন্ট পতন সেনসেক্সের, ৮২ পয়েন্ট নামল নিফটি

শুক্রবার সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৫৫৫৫.১৪ পয়েন্ট, সর্বনিম্ন ৬৫,৩০৮.৬১ পয়েন্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই ও নয়াদিল্লি শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৩ ১৬:৩২
Share:

শেয়ার বাজারে পতন অব্যাহত। প্রতিনিধিত্বমূলক ছবি।

ষষ্ঠীতেও ক্ষতির মুখে পড়ল শেয়ার বাজার। শুক্রবার সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৫৫৫৫.১৪ পয়েন্ট, সর্বনিম্ন ৬৫,৩০৮.৬১ পয়েন্ট। দিনের শেষে বৃহস্পতিবারের তুলনায় ২৩১.৬২ পয়েন্ট নেমে ৬৫,৩৯৭.৬২ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে, ৮২.০৫ পয়েন্ট পড়ে ১৯,৫৪২.৬৫ পয়েন্টে থামল নিফটি।

Advertisement

আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সেক্টরগুলির তালিকায় শুক্রবারে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) বেসরকারি ব্যাঙ্ক ছাড়া বিএসই এবং এনএসইতে আর কোনও সেক্টরই লাভের মুখ দেখেনি। বিএসইতে এ দিন সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে অয়েল অ্যান্ড গ্যাস, কনজ়িউমার ডিউরেব্লস, মেটাল। এনএসইতে ক্ষতির তালিকায় রয়েছে মিডক্যাপ, সরকারি ব্যাঙ্ক, মিডক্যাপ সিলেক্ট।

সংস্থাগুলির তালিকায় সপ্তাহের শেষ দিন সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে কোটাক ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টিসিএস, এনটিপিসি, নেস্লে ইন্ডিয়া। শীর্ষে থাকা কোটাক ব্যাঙ্কের লাভের পরিমাণ ১.৮০ শতাংশ। নিফটিতে এই তালিকায় রয়েছে কোটাক ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টিসিএস। সেনসেক্সে সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে আইটিসি, টাটা স্টিল, ডিভিস ল্যাব, ইউনিলিভার, ভারত পেট্রোলিয়াম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement