Share Bazar News

ডিসেম্বরে লেনদেনের প্রথম দিনেই মুখে হাসি, সেনসেক্স ফের ৮০ হাজার পার

ডিসেম্বরের লেনদেনের প্রথম দিনেই ছুটল সেনসেক্স ও নিফটি। বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ – দু’টি শেয়ার বাজারেই ঊর্ধ্বমুখী হয়েছে সূচক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৬:২০
Share:

—প্রতীকী ছবি।

ডিসেম্বরের শুরুতেই ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। ফের ৮০ হাজারের গণ্ডি ছাপিয়ে গেল সেনসেক্স। নিফটি বাড়ল প্রায় ১৫০ পয়েন্ট। আগামী দিকে স্টকের দৌড় বজায় থাকলে নভেম্বরের লোকসান কিছুটা যে সামলানো যাবে, তা নিয়ে এক রকম নিশ্চিত লগ্নিকারীরা।

Advertisement

সোমবার, ২ ডিসেম্বর ৮০,২৪৮.০৮ পয়েন্টে গিয়ে থেমেছে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। এ দিন ৪৪৫.২৯ পয়েন্ট চড়েছে সেনসেক্স। এটি প্রায় ০.৫৬ শতাংশ। সকালে বাজার খোলার সময়ে ৭৯,৭৪৩.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছিল সেনসেক্স। দিনের মধ্যে সর্বোচ্চ ৮০,৩৩৭.৮২ পয়েন্ট উঠেছিল বাজার।

অন্য দিকে একই ছবি দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও (এনএসই)। এ দিন দিনের শেষে এর শেয়ার সূচক নিফটি ২৪,২৭৪ পয়েন্টে গিয়ে থেমে যায়। এতে ১৪২.৯০ পয়েন্টের বৃদ্ধি দেখা গিয়েছে। শতাংশের নিরিখে যা ০.৫৯। সোমবার, ২৪,১৪০.৮৫ পয়েন্টে খুলেছিল নিফটি। দিনের মধ্যে সর্বোচ্চ ২৪,৩০১.৭০ পয়েন্টে ওঠে সূচক।

Advertisement

এ দিন নিফটিতে সর্বাধিক লাভবান হয়েছে আল্ট্রাটেক সিমেন্ট, অ্যাপোল হাসপাতাল, গ্রেসিম ইন্ডাস্ট্রিজ়, জ়েএসডব্লু স্টিল এবং শ্রীরাম ফিন্যান্সে স্টকের লগ্নিকারীরা। আর সবচেয়ে বেশি লোকসান হয়েছে এইচডিএফসি লাইফ, সিপলা, এনটিপিসি, এসবিআই লাইফ ইস্যুরেন্স এবং লার্সেন অ্যান্ড টুব্রোর শেয়ারে।

সোমবার প্রায় সমস্ত ক্ষেত্রের স্টকই সবুজ জ়োনে দিন শেষ করেছে। রিয়্যাল এস্টেট, ফার্মা, সংকর ধাতু, গাড়ি নির্মাণকারী সংস্থা এবং মিডিয়া কোম্পানিগুলির শেয়ারের দর এক শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিএসইতে মাঝারি ও ছোট পুঁজির সংস্থাগুলির স্টকের সূচক এক শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement