প্রতীকী ছবি।
করোনা টিকা কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পর থেকেই চাঙ্গা হতে শুরু করেছে শেয়ার বাজার। শুক্রবার বাজার বন্ধের সময়ও বজার ছিল সেই ধারা।
দিনের শেষে বাজার বন্ধের সময় সূচক সেনসেক্স নতুন নজির গড়েছে। ৬৮৯ পয়েন্ট (১.৪৩ শতাংশ) বেড়ে তা পৌঁছে যায় ৪৮,৭৮২ পয়েন্টে। ঊর্ধ্বগতি বজায় ছিল জাতীয় শেয়ার সূচক নিফটি-রও। শুক্রবার বাজার বন্ধের সময় নিফটির বৃদ্ধি ছিল ২১০ পয়েন্ট (১.৪৮ শতাংশ)। ১৪,৩৪৭ পয়েন্টে পৌঁছে নতুন নজির গড়েছে।
সেনসেক্স এবং নিফটি-র ৫০টি বেঞ্চমার্ক সংস্থার বৃদ্ধির হার ছিল ১ শতাংশের বেশি। বাজার বন্ধের সময় মারুতি-সুজুকির শেয়ারে বৃদ্ধির হাত ৬ শতাংশ ছুঁয়ে ফেলে।
আরও পড়ুন: মমতা-বৈঠকের ৭২ ঘন্টার মধ্যে অমিত সকাশে ধনখড়, রাজ্য জুড়ে জল্পনা
আরও পড়ুন: আদালতে গেলেই বাড়িতে পুলিশি সমন, কল্যাণীতে অভিযোগ রাজ্যপালের