কার্ভি স্টক ব্রোকিং সার্ভিসেসের ঘটনা যাতে ফের না-ঘটে, সে ব্যাপারে ভবিষ্যতে কড়া নজর থাকবে বলে জানাল বাজার নিয়ন্ত্রক সেবি।
লগ্নিকারীদের দেওয়া পাওয়ার অব অ্যাটর্নি (পিওএ) বেআইনি ভাবে কাজে লাগিয়ে পুঁজি সংগ্রহের অভিযোগ উঠেছিল কার্ভির বিরুদ্ধে। অভিযোগ ওঠে অনুমতি না-নিয়ে লগ্নিকারীদের শেয়ার নিজেদের অ্যাকাউন্টে সরানোর। মূলধনী বাজারে সেই ঘটনার বিরূপ প্রভাব পড়েছিল। সোমবার সেবির চেয়ারম্যান অজয় ত্যাগী জানান, এ ব্যাপারে সতর্কতার জন্য খুব শীঘ্রই প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হবে।
এ দিন সেবির পরিচালন পর্ষদের বৈঠকে শেয়ার বাজার সংক্রান্ত একগুচ্ছ নতুন পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্যাগী জানান, মিউচুয়াল ফান্ড বা বিমা শিল্পে গ্রাহকদের পরামর্শদাতা বা অ্যাডভাইসার হিসাবে কাজ করার জন্য যোগ্যতার বিধি আরও শক্ত করেছে তারা। উদ্দেশ্য, গ্রাহক পরিষেবার উন্নতি করা। সেবি জানিয়েছে, পরামর্শদাতারা প্রকল্পের ডিস্ট্রিবিউশনের কাজ করতে পারবেন না। পাশাপাশি, অ্যাডভাইসারদের পারিশ্রমিকের ঊর্ধ্বসীমাও বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ দিকে, বাজারে শেয়ার ছাড়ার জন্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) প্রস্তাব সেবি খতিয়ে দেখছে বলে এ দিন জানান ত্যাগী।