—প্রতীকী ছবি।
ঋণের আবেদনকারীদের জন্য সুখবর। স্বল্প মেয়াদে এ বার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই। ফলে সস্তা হতে চলেছে ব্যক্তিগত (পার্সোনাল লোন), গাড়ি (কার লোন) ও কার্যকরী মূলধন ঋণ (ওয়ার্কিং ক্যাপিটাল লোন)। যা দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠানটির গ্রাহকদের মুখের হাসি চওড়া করেছে।
লক্ষ্মীপুজোর মুখে এক মাস মেয়াদের ফান্ড ভিত্তিক ঋণের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করে এসবিআই। ব্যাঙ্কিং পরিভাষায় একে বলে ‘মার্জিনাল কস্ট অফ ফান্ড বেস্ড লেন্ডিং রেট’ বা এমসিএলআর। ফলে বর্তমানে এটি ৮.২০ শতাংশে নেমে এসেছে। আগে স্টেট ব্যাঙ্কের এমসিএলআর ছিল ৮.৪৫ শতাংশ। মঙ্গলবার, ১৫ অক্টোবর থেকে নতুন ঋণের হার কার্যকর করেছে এসবিআই।
স্টেট ব্যাঙ্কের ঋণে নতুন সুদের হার অনুযায়ী, রাতারাতি (ওভারনাইট) ও এক মাসের মেয়াদে এমসিএলআর দাঁড়িয়েছে ৮.২০ শতাংশ। তবে তিন মাস, ছ’মাস, এক বছর, দু’বছর ও তিন বছরের মেয়াদে এটি অপরিবর্তিত থাকছে। অর্থাৎ, সে ক্ষেত্রে গ্রাহকের সুদের হার দাঁড়াবে যথাক্রমে ৮.৫০ শতাংশ, ৮.৮৫ শতাংশ, ৮.৯৫ শতাংশ, ৯.০৫ শতাংশ ও ৯.১০ শতাংশ।
চলতি বছরের সেপ্টেম্বরে দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক ‘এইচডিএফসি’ তিন মাসের মেয়াদে এমসিএলআর কমানোর কথা ঘোষণা করেছিল। সেই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই সুদের হার হ্রাস করল এসবিআই। এ বছরের অক্টোবরে বৈঠকে বসেছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি। সেখানে রেপো রেট বা ব্যাঙ্কগুলিকে দেওয়ার ঋণের সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর্থিক বিশ্লেষকদের একাংশের অনুমান, এ বছরের ডিসেম্বর বা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রেপো রেট কমাতে পারে আরবিআই। বর্তমানে এটি ৬.৫ শতাংশে স্থির রয়েছে। রেপো রেট আরও কমলে গাড়ি-বাড়ির ঋণের ক্ষেত্রে সুদের হার কমার সম্ভাবনা থাকবে।
এমসিএলআর হল ব্যাঙ্কের ঋণের সর্বনিম্ন সুদের হার। এর চেয়ে কম সুদে কখনওই কোনও ব্যাঙ্ক ঋণ মঞ্জুর করে না। ফলে এর উপর ঋণগ্রহণকারীকে সুদ বাবদ কত টাকা দিতে হবে, তা নির্ভর করে। এমসিএলআর কমলে ঋণের সুদের হার কমে। ফলে গ্রাহকের কাছে ঋণ সস্তা হয়ে যায়।