Rupee

Rupee Price: চার দিন পরে পড়ল বাজার, নামল টাকাও

প্রত্যাশার আগেই আমেরিকায় সুদ বৃদ্ধির সম্ভাবনা এবং করোনা সংক্রমণ ৯০,০০০ পার করায় চার দিন বৃদ্ধির পরে থমকাল শেয়ার বাজার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২২ ০৭:১২
Share:

প্রতীকী ছবি।

প্রত্যাশার আগেই আমেরিকায় সুদ বৃদ্ধির সম্ভাবনা এবং করোনা সংক্রমণ ৯০,০০০ পার করায় চার দিন বৃদ্ধির পরে থমকাল শেয়ার বাজার। বৃহস্পতিবার সেনসেক্স নামল ৬২১.৩১ পয়েন্ট, নিফ্‌টি ১৭৯.৩৫ পয়েন্ট। দুই সূচক থামল যথাক্রমে ৫৯,৬০১.৮৪ ও ১৭,৭৪৫.৯০ অঙ্কে। এ দিন ডলারের সাপেক্ষে পড়েছে টাকার দামও। প্রতি ডলার দাঁড়িয়েছে ৭৪.৪২ টাকা।

Advertisement

আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভের ডিসেম্বরের ঋণনীতির মিনিটস অনুযায়ী, সেখানে চাকরির বাজার এখন বেশ ভাল। মূল্যবৃদ্ধিও চড়ছে। তাই সুদ তালানিতে রাখার যুক্তি নেই বলে মনে করে তারা। বাজার মহলের মতে, ফলে যা ধারণা ছিল, তার অনেক আগেই সুদ বাড়াতে পারে ফেড। সেই আশঙ্কাই এ দিন সূচক পড়ার অন্যতম কারণ। কারণ, ফেড সুদ বাড়ালে ভারত থেকে লগ্নি সরতে পারে আমেরিকায়।

তবে বিশেষজ্ঞদের বড় অংশের মতে, চার দিনের উত্থানের পরে এই পতন আসলে সংশোধন। বাজার বিশেষজ্ঞ অজিত দে বলেন, ‘‘আমেরিকায় বন্ডে আয় বাড়লে ভারতের বাজারে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির বিনিয়োগ কিছুটা কমতে পারে। কিন্তু ক’বছর ধরে এ দেশের সূচক শুধু তাদের উপরে নির্ভরশীল নয়। মিউচুয়াল ফান্ডে টানা লগ্নির হাত ধরে দেশীয় সংস্থাগুলি এখন অনেক বেশি সক্রিয়। তাই আমেরিকায় সুদ বাড়লেও ভারতের বাজার চাঙ্গাই থাকবে।’’ যদিও অন্য অংশ বলছেন, অনেকে দু’বছরের অভিজ্ঞতা থেকে করোনাকে উপেক্ষা করে সূচক বাড়বে বলছেন ঠিকই। কিন্তু লাখ ছুঁতে চলা সংক্রমণে পরিস্থিতিতে নজর রেখে চলাই বিচক্ষণতার কাজ হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement