ছবি: সংগৃহীত
আইএল অ্যান্ড এফএস-কাণ্ডে লগ্নিকারীদের প্রতি দায়বদ্ধতা পূরণ করতে না-পারায় মূল্যায়ন সংস্থা ইক্রা, কেয়ার ও ইন্ডিয়া রেটিংসের উপরে সম্প্রতি ২৫ লক্ষ টাকা করে জরিমানা চাপিয়েছে বাজার নিয়ন্ত্রক সেবি। এ বার সম্ভাব্য ‘মূল্যায়ন কেনা’ (রেটিং শপিং) নিয়ে তাদের সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক। শীর্ষ ব্যাঙ্কের ২৫তম আর্থিক স্থিতিশীলতা রিপোর্টে বিস্তারিত ভাবে এই প্রবণতার কথা বলা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ২০১৬ সাল থেকে রেটিং শপিংয়ের প্রবণতা বেড়েছে। অধিকাংশ ক্ষেত্রে তা ঘটছে ‘BBB’ বা কম মূল্যায়নের সংস্থার ক্ষেত্রে। অনেক সময়ে পুরনো রিপোর্ট প্রত্যাহারের আগেই নতুন রেটিং দেওয়া হয়েছে। এ নিয়ে নজরদারি বাড়াতে বলেছে শীর্ষ ব্যাঙ্ক।
কোনও সংস্থা বা তার ঋণপত্র খারাপ রেটিং পাওয়ার তিন মাসের মধ্যে অন্য মূল্যায়ন সংস্থার মাধ্যমে উন্নততর রেটিং পাওয়াকে বলা হয় রেটিং শপিং। বিশেষজ্ঞেরা মনে করাচ্ছেন, গত বছর সেপ্টেম্বরে পরিকাঠামোয় ঋণদাতা সংস্থা আইএল
অ্যান্ড এফএস মুখ থুবড়ে পড়ে। কিন্তু তার দিন পনেরো আগেও ইন্ডিয়া রেটিংস, ইক্রা, কেয়ারের মতো সংস্থাগুলি তাদের ঋণপত্রকে ‘AAA’ বা ‘AA+’ মূল্যায়ন দিয়েছিল। এই ঘটনায় নিয়ন্ত্রকদের আতসকাচের নীচে আসে মূল্যায়ন সংস্থাগুলির ভূমিকা।
কোনও সংস্থাকে যাতে এই সুযোগ দেওয়া না-হয়, রেটিং সংস্থাগুলিকে তা নিয়ে সতর্ক করেছে রিজার্ভ ব্যাঙ্ক। আবাসনে ঋণ: আবাসন-সহ বিভিন্ন ক্ষেত্রের ঋণে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অংশীদারি কমেছে বলে জানাল শীর্ষ ব্যাঙ্ক। ওই রিপোর্টে বলা হয়েছে, ২০১৬ থেকে এ পর্যন্ত আবাসনে ঋণদাতা সংস্থাগুলির অংশীদারি প্রায় দ্বিগুণ হয়েছে। ঋণের হার বেড়েছে বেসরকারি ব্যাঙ্কগুলিরও।
পিএমসি সমস্যা: পিএমসি ব্যাঙ্ক দেউলিয়া হওয়ার পরে ডিপোজিট ইনশিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের কাছে মোট ১৪,১০০ কোটি টাকা চেয়ে দাবি এসেছে। তবে সব দাবি একই সঙ্গে মেটানো হবে না বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।