RBI on Bank Accounts

বন্ধ হবে তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ১ জানুয়ারিতেই বড় পদক্ষেপ করতে চলেছে আরবিআই

নতুন বছরের প্রথম দিনে তিন ধরনের অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। নিরাপত্তা এবং সাইবার অপরাধ কমাতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৮:০২
Share:

—প্রতীকী ছবি।

নতুন বছরের গোড়াতেই বন্ধ হবে তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ইতিমধ্যেই এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। মূলত গ্রাহকদের সাইবার সুরক্ষা এবং ডি়জ়িটাল পরিষেবার সুবিধা দিতে এই পদক্ষেপ করছে শীর্ষ ব্যাঙ্ক। এতে নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা উল্লেখ্যযোগ্যভাবে কমবে বলে মনে করছে আরবিআই।

Advertisement

রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কগুলিতে বিভিন্ন ধরনের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট রয়েছে। কোনও অ্যাকাউন্টে দুই বা তার বেশি বছর ধরে কোনও লেনদেন না হলে, সেগুলিকে নিষ্ক্রিয় বলে গণ্য করা হয়। এই ধরনের অ্যাকাউন্টগুলি যথেচ্ছ ব্যবহার করে অন্য গ্রাহকদের থেকে হ্যাকারদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভুরি ভুরি। তাই ঝুঁকিপূর্ণ এই অ্যাকাউন্টগুলিকে ১ জানুয়ারি থেকে বন্ধ করার কথা ঘোষণা করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক।

আবার এক বছরের বেশি সময় ধরে লেনদেন না হওয়া অ্যাকাউন্টগুলিও রয়েছে আরবিআইয়ের রাডারে। নিরাপত্তা বাড়াতে সেগুলি এ বার বন্ধ করবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তবে গ্রাহক এই অ্যাকাউন্ট সক্রিয় করতে পারবেন। এর জন্য দ্রুত সংশ্লিষ্ট ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

Advertisement

এ ছাড়া নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও শূন্য ব্যালেন্সের অ্যাকাউন্ট এ বার বন্ধ করবে আরবিআই। কেওয়াইসি নথি জমা দেওয়া না থাকলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। গ্রাহকদের সর্বদাই অ্যাকাউন্টের তথ্য আপডেট রাখার নির্দেশ দিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক।

আরবিআই অ্যাকাউন্ট বন্ধ করতে পুনরায় তা চালু করার সুযোগ পাবেন গ্রাহক। তবে তাঁকে সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি নথি জমা দিতে হবে। সেগুলি পুনরায় যাচাই হলে তবে ওই অ্যাকাউন্ট ফের সক্রিয় হবে। তথ্য যাচাইয়ের সময়ে ভুলভ্রান্তি ধরা পড়লে অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করতে পারে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement