Indian Economy

সুদ স্থির থাকবে, ধারণা বিশেষজ্ঞদের

সম্প্রতি আমেরিকা, ব্রিটেনের শীর্ষ ব্যাঙ্ক আরও ২৫ বেসিস পয়েন্ট সুদ বাড়িয়েছে। একই পথে হেঁটেছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক। তাই ভারতে রিজ়ার্ভ ব্যাঙ্কের পদক্ষেপ নিয়ে জল্পনা চলছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৩ ০৭:০৮
Share:

—প্রতীকী চিত্র।

চড়া মূল্যবৃদ্ধি যুঝতে গত বছর মে মাস থেকে টানা সুদ বাড়াচ্ছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। ইতিমধ্যে খুচরো মূল্যবৃদ্ধির হার ৪ শতাংশের ঘরে নামায় গত দু’টি ঋণনীতিতে তা একই রেখেছে তারা। কিন্তু বাজারে জিনিসপত্রের দাম ফের মাথা তুলতে শুরু করায় অগস্টের ঋণনীতিতে কী হবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষজ্ঞদের অনেকেরই মতে, আগামী ৮-১০ অগস্টের ঋণনীতিতেও সুদ বাড়াবে না আরবিআই। বরং তা স্থির রেখে পরিস্থিতির দিকে কড়া চোখে নজর রাখবে।

Advertisement

সম্প্রতি আমেরিকা, ব্রিটেনের শীর্ষ ব্যাঙ্ক আরও ২৫ বেসিস পয়েন্ট সুদ বাড়িয়েছে। একই পথে হেঁটেছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক। তাই ভারতে রিজ়ার্ভ ব্যাঙ্কের পদক্ষেপ নিয়ে জল্পনা চলছে। কারণ, বেশ কয়েক মাস মাথা নামানোর পরে জুনে উল্টো পথে হেঁটে মূল্যবৃদ্ধির হার পৌঁছেছে ৪.৮১ শতাংশে। বাজারে আনাজ আগুন। চাল-ডালের দরও মাথা তুলে রয়েছে। এ দিকে দেশের বিভিন্ন প্রান্তে অতিবৃষ্টির জেরে ফলনে সমস্যা হচ্ছে। ফলে রিজ়ার্ভ ব্যাঙ্ক খুচরো মূল্যবৃদ্ধিকে ৪ শতাংশে নামাতে চাইলেও, তা কতটা সম্ভব সেটা নিয়ে প্রশ্ন থাকছে।

ব্যাঙ্কিং এবং বাজার বিশেষজ্ঞদের মতে, রেপো রেট (যে সুদে আরবিআই ব্যাঙ্কগুলিকে ধার দেয়) ৬.৫০ শতাংশে স্থির থাকবে বলেই আশা। কারণ, দেশের পাশাপাশি রিজ়ার্ভ ব্যাঙ্ক ঋণনীতি পর্যালোচনায় বিশ্বের অর্থনীতির হাল বিচার করে। সুদ বাড়ায় দেশের বাজারে প্রকৃত আয় মাথা নামিয়েছে। তা ছাড়া মূল্যবৃদ্ধি আগামী দু’তিন মাসে ফের ৬ শতাংশের কাছে পৌঁছে যেতে পারে। ফলে এখনই সুদ বৃদ্ধির পথে না হেঁটে তার রাস্তা খোলা রেখে পরিস্থিতি বিচার করতে চাইবে আরবিআই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement