Indian Economy

অর্থনীতি নিয়ে আশার বার্তা মোদীর

ক্ষমতায় আসার পর থেকেই ভারতে ডিজিটাল পরিষেবা বাড়ানোর উপরে জোর দিচ্ছে মোদী সরকার। বিশেষত সরকারি কাজে তার ব্যবহার বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৩ ০৭:৩৮
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

মুডি’জ় রাজনৈতিক অস্থিরতা-সহ নানা কারণে ভারতের মূল্যায়ন (ক্রেডিট রেটিং) স্থির রাখার পরের দিনই ফের দেশের অর্থনীতি নিয়ে আশার বাণী শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সমাজমাধ্যমে এক বার্তায় সংবাদমাধ্যমের খবর তুলে ধরে বিশ্ব অর্থনীতির দোলাচলের মধ্যেও ভারত ‘আশার আলো’ বলে জানিয়েছেন তিনি। স্বপ্ন ফেরি করেছেন উজ্জ্বল ভবিষ্যতের। সেই সঙ্গে আজ সকালে শনিবার জি-২০ দেশগুলির ডিজিটাল অর্থনীতির জন্য তৈরি মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের উদ্বোধনে ভিডিয়ো বার্তায় তিনি বলেন, বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধানসূত্র বার করার ক্ষেত্রে ভারত ‘পরীক্ষাগারের’ ভূমিকা নিতে পারে। এখানে যদি পরিকল্পনা সফল ভাবে কাজে লাগানো যায়, তা হলে সেটা সহজেই কাজে লাগবে সারা বিশ্বের।

Advertisement

ক্ষমতায় আসার পর থেকেই ভারতে ডিজিটাল পরিষেবা বাড়ানোর উপরে জোর দিচ্ছে মোদী সরকার। বিশেষত সরকারি কাজে তার ব্যবহার বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কথায়, বিশ্বের বিভিন্ন সমস্যার মোকাবিলা করার ক্ষমতা রাখে ভারতের সরকারি ডিজিটাল পরিকাঠামো। যা একসঙ্গে সকলের দরজায় সুরক্ষিত ভাবে পরিষেবা পৌঁছে দিতে পারে। এই প্রসঙ্গেই ভারতের নানা ভাষা, ধর্ম, সংস্কৃতির কথা তুলেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, এত বৈচিত্র্যের মধ্যে ভারতে যদি কোনও পরীক্ষায় সফল হয়, তা হলে সেই পরীক্ষার ফল সহজেই বিশ্বের সমস্ত প্রান্তে কাজে লাগানো যাবে।

ডিজিটাল পরীক্ষার প্রসঙ্গেই আজ বিশ্বের ডিজিটাল পণ্যের ডিপোজ়িটরি ‘ইন্ডিয়া স্যাক্স’ তৈরির কথাও ঘোষণা করেছেন মোদী। বলেছেন ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষার ব্যবহার হয়। তার মধ্যে সমন্বয় এনে সকলের কাছে ডিজিটাল পরিষেবা পৌঁছে দিতে কৃত্রিম মেধা নির্ভর অনুবাদ ব্যবস্থা আনতে চলেছে তাঁর সরকার। যার নাম হবে ‘ভাষিনী’। পাশাপাশি, দেশে জনধন অ্যাকাউন্টের সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে যাওয়াকে উল্লেখযোগ্য মাইলফলক বলেও বর্ণনা করে মোদী বলেন, এর মধ্যে ৬৭% অ্যাকাউন্ট খোলা হয়েছে দেশের গ্রাম ও আধা শহরে। মোট অ্যাকাউন্টের অর্ধেকের বেশি মহিলাদের। আরও বেশি মানুষের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছনোর কাজ চলছে।

Advertisement

প্রসঙ্গত, মণিপুরে গোষ্ঠী সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু, দেশে রাজনৈতিক অস্থিরতা, গত ৭-১০ বছরে বৃদ্ধি প্রত্যাশার জায়গায় না পৌঁছনো, সরকারের চড়া ঋণের মতো কারণ দেখিয়ে ভারতের ক্রেডিট রেটিং (যা বলে দেয় কোন দেশকে ঋণ দেওয়া কতটা ঝুঁকির) লগ্নিযোগ্যতার শেষ ধাপ ‘Baa3’-এ ধরে রেখেছে মুডি’জ়। মোদীর যদিও দাবি, ‘‘বৃদ্ধির চড়া হার এবং অর্থনীতির দৌড়ের হাত ধরে ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে।’’ সেই ধারা বজায় রেখেই আগামী দিনে ১৪০ কোটি দেশবাসীর সমৃদ্ধির বার্তা দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement