sensex point low

‘ভালুকের আঁচড়ে’ রক্তাক্ত শেয়ার বাজার! তিন দিনে লোকসান ৬ লক্ষ কোটি

চলতি সপ্তাহের শুরুতে ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি সেনসেক্স ও নিফটি। এর জেরে গত তিন দিনে বাজারে ৬ লক্ষ কোটি টাকার লোকসান দেখা দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৭:৩০
Share:

—প্রতীকী ছবি।

টানা তিন দিন ধরে রক্ত ঝরেই চলেছে শেয়ার বাজারে। বছরের শেষ দিকে বাজারে প্রবল অস্থিরতার কারণে ধস নেমেছে বাজারে। চলতি সপ্তাহে পর পর তিন দিন নিম্নমুখী হল বাজার। বুধবারও ৫০০ পয়েন্ট নীচে নেমে গিয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। বড়দিনের আগে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না শেয়ার বাজারে বিনিয়োগকারীরা। ডিসেম্বরের গোড়া থেকে বাজারে অব্যাহত রয়েছে অস্থিরতা। চলতি সপ্তাহের শুরুতেও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি সেনসেক্স ও নিফটি। এর জেরে গত তিন দিনে বাজারে ৬ লক্ষ কোটি টাকার লোকসান দেখা দিয়েছে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী গত ১৩ ডিসেম্বর ৪৬৯ লক্ষ কোটি টাকা। তিন দিন টানা পতনের জেরে সেই মূলধন কমে দাঁড়িয়েছে ৪৫৩ লক্ষ কোটি টাকা।

Advertisement

বুধবার ১৮ ডিসেম্বরে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ০.৬২ শতাংশ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ ০.৫৬ শতাংশ কমেছে। এর জেরে সেনসেক্স নেমে গিয়েছে ৮০ হাজার ১৮২ পয়েন্টে এবং নিফটি সাড়ে ২৪ হাজার ১৯৮ পয়েন্টে। বিএসই মিডক্যাপ সূচক ০.৬১ শতাংশ কমেছে এবং স্মলক্যাপ সূচকটি ০.৭৬ শতাংশ ক্ষতির সম্মুখীন হয়েছে বলে বাজার সূত্রে খবর। গত তিনটি সেশনে মোট ১৯৫১ পয়েন্ট নীচে নেমেছে সেনসেক্স।

সকালে সেনসেক্স এবং নিফটি খুলেছিল যথাক্রমে ৮০,৬৬৬.২৬ ও ২৪,২৯৭.৯৫ পয়েন্টে। দুই বাজারই দিনের মধ্যে সর্বোচ্চ ৮০,৮৬৮.০২ এবং ২৪,৩৯৪.৪৫ পয়েন্টে চড়েছে বলে জানিয়েছে বিএসই ও এনএসই কর্তৃপক্ষ।

Advertisement

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement