—প্রতীকী চিত্র।
ভিডিয়োয় দেখা যাচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) এমডি-সিইও আশিসকুমার চৌহ্বানকে। শেয়ারে লগ্নি সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন তিনি— বুধবার লগ্নিকারীদের ওই ভিডিয়ো নিয়েই সতর্ক করল এনএসই। জানাল, সেটি ভুয়ো। (ডিপফেক) প্রযুক্তির সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে। ব্যবহার করা হয়েছে চৌহ্বানের ছবি এবং গলার স্বরের নমুনা। যে কারণে শেয়ার নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে লগ্নিকারীদের এক্সচেঞ্জটির আসল ওয়েবসাইট, সংশ্লিষ্ট সংস্থার তথ্য এবং সমাজমাধ্যমগুলিতে নজর রেখে চলার পরামর্শ দিয়েছে তারা।
ডিপফেক ভিডিয়ো নিয়ে বারবারই সতর্ক করছেন বিশেষজ্ঞেরা। কৃত্রিম মেধা নির্ভর ওই প্রযুক্তি কাজে লাগিয়ে এর আগে বিনোদন, খেলা এবং রাজনৈতিক জগতের বেশ কয়েকজন জনপ্রিয় ব্যক্তিত্বের ভুয়ো ভিডিয়ো তৈরির অভিযোগ উঠেছে। সেগুলি নিয়ে উত্তাল হয় নেট দুনিয়া। এ বার লগ্নির জগতে একই ঘটনায় প্রমাদ গুনছে সংশ্লিষ্ট মহল। তাদের আশঙ্কা, সাধারণ মানুষের কষ্টের রোজগার নিমেষে উধাও হতে পারে এর জেরে। ফান্ড সংস্থা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এর আগে নেটে এমন ভিডিয়োয় লগ্নিকারীদের প্রভাবিত হতে না করেছে। বাজার নিয়ন্ত্রক সেবি-ও স্টক ব্রোকারদের বলেছে আর্থিক ইনফ্লুয়েন্সারদের (নেটে লগ্নির পরামর্শদাতা) থেকে দূরে থাকতে।
এনএসই-র কর্তার দেওয়া পরামর্শ অনেক বেশি গ্রহণযোগ্য হবে, এই আশঙ্কা থেকেই শেয়ার বাজারটি বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের কোনও অডিয়ো এবং ভিডিয়োয় যেন বিশ্বাস না করেন লগ্নিকারীরা। সিদ্ধান্ত নিতে হবে পরামর্শ বা ভিডিয়োর উৎস দেখে। উল্লেখ্য, নিয়ম অনুসারে এনএসই-র কর্মীরা শেয়ার সংক্রান্ত পরামর্শ দিতে পারেন না। শেয়ারে লগ্নি করতে পারেন না।