কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী গিরিরাজ সিংহ। Sourced by the ABP
পাট, বাঁশ, কলার মতো প্রাকৃতিক তন্তু মিশিয়ে (ব্লেন্ডেড ফাইবার) পণ্য তৈরি এবং তার জন্য নীতি নির্ধারণে জোর দিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (নিনফেট)। শুক্রবার নিনফেটের ৮৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করে কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী গিরিরাজ সিংহ জানান, এখন ভারতে পাট, ব্লেন্ডেড ফাইবার এবং বস্ত্র মিলিয়ে সামগ্রিক ভাবে বাজারের বহর ১৭,৬০০ কোটি ডলার (প্রায় ১৫ লক্ষ কোটি টাকা)। ২০৩০ সালের মধ্যে একে ৩০,০০০ কোটি ডলারে (প্রায় ২৫ লক্ষ কোটি টাকা) নিয়ে যাওয়াই কেন্দ্রের লক্ষ্য। সে ক্ষেত্রে ১০ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। মন্ত্রী জানান, এখন পাট শিল্পের বড় অংশ জুড়ে রয়েছে চটের বস্তা। এ বার পাটজাত অন্যান্য পণ্যের বিপুল সম্ভাবনাময় বাজারে জোর দিতে হবে।
নিনফেটের ডিরেক্টর দীনেশবাবু সাক্যয়ার জানান, বহু ক্ষেত্রে পাটের ব্যবহার চালুর সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে নির্মাণ শিল্প এবং সড়ক। এই সমস্ত ক্ষেত্রে সীমিত ভাবে সেই প্রয়োগ শুরু হয়েছে। বিভিন্ন তন্তু এবং ব্লেন্ডেড ফাইবার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়, সে ব্যাপারে গবেষণা করছে নিনফেট।