Automobile sector

গাড়ির যন্ত্রাংশ নিয়েও হুঁশিয়ারি গডকড়ীর

এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট মহল মনে করিয়ে দিচ্ছে, এর আগে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন শুরু করার ব্যাপারেও সংস্থাগুলিকে হুঁশিয়ারি দেন গডকড়ী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৫:৪০
Share:

ফাইল চিত্র।

গাড়ি সংস্থাগুলিকে তাদের প্রয়োজনীয় যন্ত্রাংশের ১০০ শতাংশই দেশের বাজার থেকে কিনতে বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। তাঁর হুঁশিয়ারি, এই আর্জিতে সাড়া না-মিললে প্রয়োজনে গাড়ির যন্ত্রাংশের আমদানি শুল্ক বাড়নোর কথাও ভাবতে হতে পারে সরকারকে। গাড়ি শিল্পের অবশ্য বক্তব্য, বৈদ্যুতিন যন্ত্রাংশ আরও বেশি করে দেশে তৈরি করতে গেলে সরকারি সাহায্য দরকার। এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট মহল মনে করিয়ে দিচ্ছে, এর আগে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন শুরু করার ব্যাপারেও সংস্থাগুলিকে হুঁশিয়ারি দেন গডকড়ী।

Advertisement

বৃহস্পতিবার গাড়ির যন্ত্রাংশ উৎপাদনকারী সংস্থাগুলির সংগঠন অ্যাকমার এক সভায় গডকড়ী বলেন, ‘‘যে কোনও মূল্যে আমাদের যন্ত্রাংশ আমদানি বন্ধ করতে হবে। দেশের বাজারে সেগুলির উৎপাদন বাড়ানো এবং তা কেনার জন্য গাড়ি ও যন্ত্রাংশ সংস্থাগুলির কাছে আমি আর্জি জানাচ্ছি।... না-হলে আমদানি শুল্ক বাড়ানোর কথা ভাবতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement