নির্মলা সীতারামন। ছবি পিটিআই।
ভারতীয় মুদ্রার পতন হচ্ছে না। আসলে ডলার ক্রমাগত শক্তিশালী হচ্ছে। ডলারের সাপেক্ষে টাকার দামের পতন নিয়ে বিদেশের মাটিতে এ ভাবেই মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। টাকার দামের পতন ঠেকাতে নিজেদের সেরাটা দেওয়ার কাজ করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। এ কথাও বলেছেন নির্মলা।
বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন অর্থমন্ত্রী। শনিবার ওয়াশিংটনে সাংবাদিক বৈঠকে টাকার দামের পতন নিয়ে প্রশ্নের মুখে পড়েন সীতারামন। আগামী দিনে কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ভারতীয় মুদ্রা? কী কী পদক্ষেপ করা হচ্ছে? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘‘টাকার পতন হচ্ছে না। আসলে ডলার ক্রমাগত শক্তিশালী হচ্ছে...।’’ বিশ্বের অন্যান্য মুদ্রার থেকে ভারতীয় মুদ্রা তুলনামূলক ভাবে ভাল অবস্থায় রয়েছে বলেও দাবি করেন সীতারামন।
প্রসঙ্গত, গত সপ্তাহেই আমেরিকান ডলারের নিরিখে টাকার দামের পতনে সর্বকালীন রেকর্ডের সাক্ষী থেকেছে দেশ। এক ডলারের নিরিখে টাকার দাম দাঁড়ায় ৮২.৬৯ টাকা। সম্প্রতি আইএফএ গ্লোবাল রিসার্চ অ্যাকাডেমি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। সে কারণে পড়ছে টাকার দাম। তাদের দাবি ছিল, এত দিন আরবিআই সঞ্চয় খরচ করে কোনও মতে ঠেকিয়ে রেখেছিল পরিস্থিতি। কিন্তু এখন তা আর সম্ভব হচ্ছে না। শুক্রবার আরবিআই জানিয়েছে, তাদের বিদেশি মুদ্রার সঞ্চয় (ফোরেক্স রিজার্ভ) ৪৮.৫৪ কোটি ডলার কমেছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪০ হাজার কোটি ৫ লক্ষ ৬৭ টাকা। আইএফএ গ্লোবাল রিসার্চ অ্যাকাডেমি জানিয়েছে, এর ফলেই খরচের বিষয়ে সচেতন হয়েছে আরবিআই। এই প্রেক্ষাপটে ভারতীয় মুদ্রা নিয়ে নির্মলার মন্তব্য এই পর্বে নয়া মাত্রা যোগ করল।