—প্রতীকী ছবি।
সপ্তাহের দ্বিতীয় দিনে সেনসেক্সের সূচক নিম্নমুখী। টানা তিন দিন ধরে বিনিয়োগকারীদের মুখে হাসি ধরে রাখার পর সেনসেক্স সূচকে সামান্য পতন হল মঙ্গলবার। এ দিন ১৫ পয়েন্ট কমে সেনসেক্স থেমেছে ৮৪ হাজার ৯১৪ পয়েন্টে। অন্য দিকে, সোমবারের তুলনায় সামান্য বেড়ে ২৫,৯৪০ পয়েন্টে থেমেছে নিফটি। ২৬ হাজার পয়েন্টের মুখে পৌঁছে থেমেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক। সকালে বাজার খোলার পর একবারই সেনসেক্স ৮৫ হাজারের ঘরে পৌঁছয়। ২৬ হাজার পয়েন্ট ওঠে নিফটির সূচকও। কয়েকটি সংস্থার শেয়ারে পতনের ফলে নেমে যায় দু’টি সূচকই।
এইচডিএফসি ব্যাঙ্ক, টাটা স্টিল, টেক মাহিন্দ্রা, উইপ্রো, পাওয়ার গ্রিডের মতো সংস্থার শেয়ার লাভের মুখ দেখার ফলে বড়সড় পতনের মুখে পড়েনি বাজারের সূচক। হিন্দুস্তান ইউনিলিভার, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এবং রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের স্টকের দর নেমেছে। সোমবার স্টকের দর নামতে দেখা আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস, লার্সেন অ্যান্ড টুব্রো ও ডিভিজ় ল্যাবের।
সোমবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসসি) তালিকাভুক্ত সংস্থাগুলির বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছেন। সেখানে সরকারি সংস্থাগুলির নিফটি সূচক বেড়েছিল ৩.৪৭ শতাংশ। প্রায় দ্বিগুণ টাকা ফেরত পেয়েছেন এনএসসির রিয়েল এস্টেট, তেল ও গ্যাস এবং গাড়ি নির্মাণকারী সংস্থার বিনিয়োগকারীরা। এগুলির স্টকে ১.৩ থেকে ২.৫ শতাংশ বৃদ্ধি লক্ষ করা গিয়েছিল সোমবার।