প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
স্বাধীনতার একশো বছরে গিয়ে উন্নত দেশ হয়ে উঠতে পরিকাঠামোয় জোর দিচ্ছে মোদী সরকার। এ বছরের বাজেটেও এই ক্ষেত্রে বাড়তি বরাদ্দের ব্যবস্থা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মূল্যায়ন সংস্থা ক্রিসিলের মতে, ২০২৩-২৪ সাল থেকে ২০২৯-৩০ সাল পর্যন্ত প্রতি বছরে পরিকাঠামোয় ১৪৩ লক্ষ কোটি টাকা খরচ করবে ভারত। যা গত সাতটি অর্থবর্ষের দ্বিগুণ। আর এর মধ্যে ৩৬.৬ লক্ষ কোটিই হবে পরিবেশবান্ধব প্রকল্পে।
যদিও পরিকাঠামো প্রকল্প থমকে থাকা নিয়ে দেশে বিতর্ক কম নয়। এর জেরে সেগুলির খরচও বাড়ছে। ক্রিসিলের অনুষ্ঠানে সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ীর দাবি, যে সমস্ত সংস্থা প্রকল্পের বিস্তারিত রিপোর্ট তৈরির দায়িত্বে রয়েছে, সেগুলি উন্নত প্রযুক্তি, গবেষণা এবং উদ্ভাবন মেনে নিতে নারাজ। ফলে কোনও কোনও ক্ষেত্রে সেই রিপোর্ট তৈরিতে বহু দেরি হচ্ছে সড়ক পরিবহণ কর্তৃপক্ষের। তার মানও কিছু ক্ষেত্রে কম। ফলে উন্নতির সুযোগ রয়েছে। পাশাপাশি, চাপ বাড়ছে সিমেন্ট ও ইস্পাত সংস্থাগুলি যোগসাজশ করে দাম বাড়ানোয়। মন্ত্রীর মতে, প্রকল্পের মান এবং খরচের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সমস্যার। জরুরি দেশের পণ্য পরিবহণ খরচ কমিয়ে আনাও।