—প্রতীকী চিত্র।
বার্তা ছিলই। তার সঙ্গে তাল রেখে সংযুক্তির পথ খুঁজতে হাত মেলাল জাপানের দুই গাড়ি সংস্থা হোন্ডা এবং নিসান। সোমবারই এ জন্য মউ সই করেছে তারা। পাশাপাশি, এর আগে থেকেই নিসানের সঙ্গে চুক্তি রয়েছে মিৎসুবিশি মোটরসের। তারাও জোটে শামিল হতে আগ্রহী। সত্যি সংযুক্তি হলে, এর হাত ধরে তৈরি হবে বিক্রির নিরিখে বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি সংস্থা। আপাতত যার পরিচালনার দায়িত্বে থাকবে হোন্ডা।
হিসাব অনুসারে, সব মিলিয়ে তিন সংস্থার বাজার দর হতে চলেছে ৫৫০০ কোটি ডলারেরও বেশি। শুধু তা-ই নয়, নিসানের সঙ্গে ফ্রান্সের রেনোর ইতিমধ্যেই জোট রয়েছে। এই চার সংস্থা মিলে পাল্লা দেবে প্রথম দু’য়ে থাকা জাপানেরই টয়োটা মোটর এবং জার্মানির ফোক্সভাগেনের সঙ্গে। সংশ্লিষ্ট মহলের মতে, সারা পৃথিবীতেই যখন প্রথাগত জ্বালানির (পেট্রল-ডিজ়েল) তুলনায় হাইব্রিড বা বৈদ্যুতিকের উপরে জোর দিচ্ছে গাড়ি শিল্প এবং আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পরে সংস্থাগুলি শুল্কের ভয়ে ভুগছে, তখন চার সংস্থার এই জোট তাৎপর্যপূর্ণ।