Production of Sacks

বস্তা তৈরি বাড়ানোর নির্দেশ চটকলগুলিকে

নভেম্বর থেকেই অধিকাংশ রাজ্যে খরিফ মরসুমের খাদ্যশস্য কেনা শুরু হয়। অনেক জায়গায় দুর্গাপুজোর কিছু দিন আগে থাকতে সেই কাজ চালু করতে হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২০ ০৩:২৯
Share:

প্রতীকী ছবি।

চলতি খরিফ মরসুমের শস্য ভরতে ১৪ লক্ষ বেলের (১ বেল= ৫০০টি বস্তা) বেশি চটের বস্তা জোগানো সম্ভব নয় বলে জানিয়েছিল চটকলগুলি। যেখানে চাহিদা ছিল ২৪ লক্ষ বেল। এখন ওই ১৪ লক্ষ দেওয়ার ক্ষেত্রেও ঘাটতি থেকে যাচ্ছে। সূত্রের খবর, এই পরিস্থিতিতে উৎপাদনে জোর দেওয়ার নির্দেশ দিয়ে বুধবার সব চটকলকে চিঠি দিয়েছে জুট কমিশনারের অফিস।

Advertisement

নভেম্বর থেকেই অধিকাংশ রাজ্যে খরিফ মরসুমের খাদ্যশস্য কেনা শুরু হয়। অনেক জায়গায় দুর্গাপুজোর কিছু দিন আগে থাকতে সেই কাজ চালু করতে হয়। ফলে বস্তার ঘাটতি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের কাছে ক্ষোভ প্রকাশ করেছে বেশ কিছু রাজ্য। তাদের আশঙ্কা, বস্তার অভাবে খাদ্যশস্য কেনার প্রক্রিয়া ধাক্কা খাবে।

সে ক্ষেত্রে চাষিদের অসন্তোষের মুখে পড়তে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে। এমনকি এই করোনার আবহে বাজারে শস্যের জোগান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও প্রকাশ করছে কেউ কেউ। যেটা হলে আনাজের দাম আরও চড়তে পারে। সেই কারণেই বরাত অনুযায়ী বস্তা তৈরিতে গতি আনার এই নির্দেশ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।চটশিল্পের অবশ্য দাবি, কাঁচা পাটের অভাব, আকাশছোঁয়া দাম ও পরিযায়ী শ্রমিকদের কাজে না-ফেরার মতো কারণেই ধাক্কা খাচ্ছে বস্তা তৈরি।

Advertisement

আরও পড়ুন: শর্তেই সমস্যা, নালিশ ছোট শিল্পের ​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement