প্রতীকী ছবি।
আর্থিক বৃদ্ধির হার তলানিতে ঠেকেছে ২০২২ সালের প্রথম তিন মাসে। কোভিড পরবর্তী পর্যায়ে রুশ-ইউক্রেন যুদ্ধের আবহে মূল্যবৃদ্ধি এবং চাহিদা হ্রাসের কারণেই ভারতীয় অর্থনীতির এই অধোগতি বলে সংবাদ সংস্থা প্রকাশিত সরকারি সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে।
ওই সমীক্ষা জানাচ্ছে, চলতি বছর জানুয়ারি-মার্চ দেশের জিডিপি বৃদ্ধির হার ছিল ৪.১ শতাংশ। গত বছর থেকেই বৃদ্ধির হার কমা শুরু হয়েছিল। গত বছর জুলাই-সেপ্টেম্বরে বৃদ্ধির হার ৮.৪ শতাংশ ছিল। কিন্তু গত সেপ্টেম্বর-ডিসেম্বর তা কমে দাঁড়ায় ৫.৪ শতাংশে।
বস্তুত, অর্থনীতিবিদদের একাংশ ২০২২-এর প্রথম তিন মাসে ৪ শতাংশ জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। তা কার্যত মিলে গিয়েছে। তবে আশার কথা এপ্রিল মাসে বৃদ্ধির হার বেড়ে ৭.৮ হয়েছে। অর্থ মন্ত্রকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ মঙ্গলবার আর্থিক বৃদ্ধি তথ্য প্রকাশের পরে বলেন, ‘‘স্লথ আর্থিক বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কারণেই এমন পরিস্থিতি।’’