কেজরীবাল এবং সত্যেন্দ্র। ফাইল চিত্র।
হাওয়ালার মাধ্যমে বেআইনি ভাবে অর্থ লেনদেনে ধৃত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে আগামী ৯ জুন পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বিশেষ আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা সওয়াল করেন মঙ্গলবার। তিনি সত্যেন্দ্রকে ১৪ দিনের জন্য ইডির হেফাজত চাইলেও বিচারক ১০ দিনের জন্য হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তুষার আদালতে শুনানি পর্বে বলেন, ‘‘হাওয়ালার মাধ্যমে অর্থপাচার চক্রের সঙ্গে সত্যেন্দ্র এবং তাঁর সহযোগী অঙ্কুশ ও বৈভব জৈন জড়িত।’’ অন্য দিকে আম আদমি পার্টি (আপ)-র নেতা সত্যেন্দ্রর আইনজীবী এন হরিহরণ বলেন, ‘‘আমার মক্কেলের বিরুদ্ধে এখনও কোনও আদালতগ্রাহ্য তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি ইডি।’’
বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে কয়েক ঘণ্টা জেরার পরে সোমবার বিকেলে সত্যেন্দ্রকে গ্রেফতার করে ইডি। এর পরেই বিজেপি এবং কংগ্রেস মন্ত্রিসভা থেকে সত্যেন্দ্রকে বরখাস্ত করার দাবি তোলে। যদিও দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীবাল মঙ্গলবার দুপুরে বলেন, ‘‘সত্যেন্দ্রর বিরুদ্ধে মামলাটি পুরোপুরি জাল এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।