Harley Davidson

ভারতে আসছে হার্লে ডেভিডসনের প্রথম ইলেকট্রিক বাইক, ফিচার আর দাম চমকে দেবে আপনাকে

শক্তিশালী ব্যাটারির সুবাদে এই বাইকের রেঞ্জ অসাধারণ। সংস্থার দাবি, এক বারের চার্জে পাড়ি দিতে পারে ২৩৫ কিলোমিটার পর্যন্ত। বাইকের সর্বোচ্চ টর্ক ১১৬ এন এম।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৯ ১৬:৪০
Share:
০১ ১০

‘হার্লে ডেভিডসন লাইভওয়্যার’। এই প্রথম ইলেকট্রিক মোটরবাইক আনছে হার্লে ডেভিডসন। ভারতে এর উপর থেকে পর্দা উঠবে আগামী ২৭ অগস্ট। দেখা যাবে বিভিন্ন অটো এক্সপো-তে।

০২ ১০

২০১৮-র একটি মোটরবাইক শো-এ আত্মপ্রকাশ করে হার্লে ডেভিডসন লাইভওয়্যার। এর বেশ কিছু বিশেষত্বের মধ্যে একটি হল নতুন বৈদ্যুতিন পাওয়ারট্রেন।

Advertisement
০৩ ১০

‘এইচ ডি রেভেলেশন’ নামে ওই পাওয়ারট্রেনের বৈশিষ্ট্য হল চুম্বকীয় বৈদ্যুতিন মোটর ও ১৫.৫ কিলোওয়াটের ব্যাটারি।

০৪ ১০

মাত্র সাড়ে তিন সেকেন্ডে ০-১০০ কিলোমিটার গতিতে পৌঁছতে পারে এই বৈদ্যুতিন বাইক। আরও নির্দিষ্ট করে বললে, ২ সেকেন্ডের কম সময়ে প্রতি ঘণ্টায় ১০০ থেকে ১২৮ কিলোমিটার স্প্রিন্ট নেওয়া সম্ভব এই বাইকে।

০৫ ১০

শক্তিশালী ব্যাটারির সুবাদে এই বাইকের রেঞ্জ অসাধারণ। সংস্থার দাবি, এক বারের চার্জে পাড়ি দিতে পারে ২৩৫ কিলোমিটার পর্যন্ত। বাইকের সর্বোচ্চ টর্ক ১১৬ এন এম।

০৬ ১০

টাচস্ক্রিনের সাহায্যে ‘লাইভ ওয়্যার’-এ স্মার্টফোন এবং ওয়্যারলেস হেডসেট ব্যবহারের সুবিধে থাকছে। ৪.৩ ইঞ্চির টিএফটি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট ডিসপ্লে টিল্ট অ্যাডজাস্টেবল।

০৭ ১০

বাইক চালাতে চালাতেই থাকছে গান শোনা, ফোনে কথা বলা এবং নেভিগেশন ইনস্ট্রাকশন অনুসরণ করার সুবিধে। এই সুবিধে দেবে এইচ ডি অ্যাপ।

০৮ ১০

কাস্ট অ্যালুমিনিয়মের ফ্রেম হওয়ায় ঝা চকচকে এই মোটরবাইক লাইটওয়েট। ভারতীয় মুদ্রায় এর দাম হবে প্রায় ২২ লক্ষ টাকা।

০৯ ১০

আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের গোড়ায় বাইকপ্রেমীদের জন্য শোরুমে চলে আসবে লাইভওয়্যার।

১০ ১০

তবে সংস্থার ওয়েবসাইটে ইতিমধ্যেই চলে এসেছে লাইভওয়্যার বাইক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement