Gratuity

কেন্দ্রীয় সরকারের কর্মীদের গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমাও বাড়ল

এ বছরের ৭ মার্চ ওই কর্মীদের মহার্ঘ ভাতার হার ৪% বাড়িয়ে মূল বেতনের ৫০% করা হয়েছিল। বর্ধিত মহার্ঘ ভাতাও কার্যকর হয়েছে ১ জানুয়ারি থেকেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৪ ০৮:৪৭
Share:

—প্রতীকী চিত্র।

ভোটের আগে গত মার্চে বাড়ানো হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ। ভোট শেষ হওয়ার দু’দিন আগে বাড়ানো হল তাঁদের গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা।

Advertisement

কেন্দ্রের পেনশন এবং পেনশনভোগীদের কল্যাণমূলক দফতর (ডিওপিপিডব্লিউ) শনিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। সেখানে ৩০ মে তারিখে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তি তুলে ধরে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বেড়েছে ২৫%। অবসরের পরে পাওয়া গ্র্যাচুইটির পাশাপাশি কর্মরত অবস্থায় মৃত্যুকালীন গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমাও বেড়েছে। বর্তমানে এই দুই ক্ষেত্রে তার পরিমাণ ২০ লক্ষ টাকা। কেন্দ্র দু’টিরই ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করেছে। তা কার্যকর ধরা হবে গত ১ জানুয়ারি থেকে।

এ বছরের ৭ মার্চ ওই কর্মীদের মহার্ঘ ভাতার হার ৪% বাড়িয়ে মূল বেতনের ৫০% করা হয়েছিল। বর্ধিত মহার্ঘ ভাতাও কার্যকর হয়েছে ১ জানুয়ারি থেকেই। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহার্ঘ ভাতা বৃদ্ধির ভিত্তিতেই গ্র্যাচুইটির হার বাড়ানো হল। কেন্দ্রীয় কর্মিবর্গ, জনগণের অভিযোগ এবং পেনশন বিষয়ক মন্ত্রক অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে এটাও জানানো হয়েছে, সপ্তম কেন্দ্রীয় পে কমিশনের সুপারিশের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বাড়ানো হয়েছে সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) রুলসের পাশাপাশি ২০২১ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেমেন্ট অব গ্র্যাচুইটি আন্ডার ন্যাশনাল পেনশন সিস্টেম) রুলস অনুযায়ী। গ্র্যাচুইটির হার বৃদ্ধি সংক্রান্ত ওই দুই বিধির সংশোধনের ব্যাপারেও বিজ্ঞপ্তি জারি হবে আলাদা আলাদা ভাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement