—প্রতীকী ছবি।
বিয়ের মরসুমে ব্যাপক সস্তা সোনা! ২৪ ঘণ্টার মধ্যে ফের পড়ল হলুদ ধাতুর দর। বুধবার, ২৭ নভেম্বর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম নেমে এসেছে ৭৫ হাজারে। অন্য দিকে গহনা সোনার লেনদেন চলছে ৭২ হাজার টাকায়। মঙ্গলবারই (২৬ নভেম্বর) হলমার্ক যুক্ত গয়না সোনার দাম ৭৩ হাজারে ঘোরাফেরা করেছে।
হলুদ ধাতুর মূলত তিনটি ক্যাটেগরি রয়েছে। এর মধ্যে ২৪ ক্যারেটকে সবচেয়ে বিশুদ্ধ বলে ধরা হয়। এ দিন ১০ গ্রাম পাকা সোনার দাম ৭৫ হাজার ৯০০ টাকায় নেমে এসেছে। এতে অবশ্য কোনও গয়না তৈরি করা যায় না। মূলত সোনার বার বা মুদ্রা তৈরিতে ব্যবহার করা হয় ২৪ ক্যারটের হলুদ ধাতু।
অলঙ্কার নির্মাণে মূলত ব্যবহৃত হয় ২২ ক্যারেট সোনা। এ দিন কলকাতায় হলমার্ক যুক্ত এই ক্যাটেগরির হলুদ ধাতু বিক্রি হচ্ছে ৭২ হাজার ১৫০ টাকা/১০ গ্রাম দরে। তবে শহর ভেদে এই দামের মধ্যে পার্থক্য রয়েছে।
দেশের বাকি তিন মেট্রো শহরের মধ্যে দিল্লিতেই হলমার্ক যুক্ত হলুদ ধাতুর বিক্রি হচ্ছে ৭০ হাজার ৯৪০ টাকায়। মুম্বই এবং চেন্নাইতে দামের কোনও হেরফের নেই। এই তিন শহরে হলমার্ক সোনা কিনতে প্রতি ১০ গ্রামের জন্য খরচ হবে ৭০ হাজার ৭৯০ টাকা।
এ ছাড়া পুণে, বেঙ্গালুরু, ভুবনেশ্বর এবং হায়দরাবাদে একই দামে বিক্রি হচ্ছে ২২ ক্যারেট সোনা। জয়পুর ও লখনউতে ৭০ হাজার ৯৪০ টাকায় মিলছে এই ক্যাটেগরির হলুদ ধাতু। ৭০,৮৪০ টাকা/১০ গ্রাম দর ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে পটনায়।
উল্লেখ্য, হলুদ ধাতুর উপর তিন শতাংশ জিএসটি রয়েছে। এই প্রতিবেদনে জিএসটি বিহীন দামের কথা লেখা হয়েছে। হঠাৎ করে সোনা সস্তা হওয়ার নেপথ্যে একাধিক কারণের কথা বলেছেন আর্থিক বিশ্লেষকরা।
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে হলুদ ধাতুর দামের সূচকে পতন দেখা গিয়েছে। দ্বিতীয়ত, পশ্চিম এশিয়ায় চলা ইজ়রায়েল-হামাস-হিজ়বুল্লার সংঘর্ষে যুদ্ধবিরতি আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে ঘরোয়া বাজারে সোনা সস্তা হয়েছে বলে মনে করা হচ্ছে।