Gold and Silver Price

সোনার দাম কমল, সাত দিনে এতটা সস্তা অনেক দিন পরে, রুপোর দরও টানা নীচের দিকে

সোনার দাম ওঠানামা তো করেই। কিন্তু সম্প্রতি একনাগাড়ে বেড়ে ৬২ হাজার টপকে গিয়েছিল। সেটাই অনেকটা কমল। একই সঙ্গে কমেছে রুপোর দামও।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ মে ২০২৩ ১৮:১৫
Share:

সব মিলিয়ে এক সপ্তাহে সোনার দাম কমেছে ৯৩০ টাকা। ছবি: সংগৃহীত।

৬২ হাজার টপকে যাওয়া সোনার দর অনেকটাই কমল কলকাতার বাজারে। এক দিনে নয়, গত এক সপ্তাহ ধরেই কমেছে দর। সাত দিনের মধ্যে দু’দিন প্রতি ১০ গ্রাম সোনার দর ১১০ টাকা করে বাড়লেও তিন দিনে মোট কমেছে ১,১৪০ টাকা। গত ১১ মে কলকাতায় ২৪ ক্যারাট সোনার ১০ গ্রাম প্রতি দর ছিল ৬২,১৩০ টাকা। সেটাই কমে বৃহস্পতিবার হয়েছে ৬১,২০০ টাকা। সব মিলিয়ে এক সপ্তাহে দাম কমেছে ৯৩০ টাকা।

Advertisement

এই সময়ে দর কমেছে গয়নার সোনা (২২ ক্যারাট)-র দামও। ১১ তারিখ প্রতি ১০ গ্রামের দাম ছিল ৫৬,৯৫০ টাকা। সেটাই বৃহস্পতিবার হয়েছে ৫৬,১০০ টাকা।

রুপোর গয়না যাঁদের পছন্দ, তাঁদের জন্যও রয়েছে সুখবর। বৃহস্পতিবার কেজিপ্রতি ১০০ টাকা দাম কমেছে রুপোর। তবে গত এক সপ্তাহে কেজিপ্রতি দর ৩,৫০০ টাকা কমেছে। ১১ মে দর ছিল ৭৮ হাজার টাকা কেজি। বৃহস্পতিবার হয়েছে ৭৪,৫০০ টাকা।

Advertisement

বৈশাখের মতোই জ্যৈষ্ঠ মাসেই বিয়ের মরসুম রয়েছে। সেই সময়ে গয়নার চাহিদা খুচরো বাজারে বাড়তে পারে। তবে সোনার দাম সামগ্রিক ভাবে চড়া থাকায় হালকা গয়নাই বেশি বিক্রি হওয়ার আশা করছেন বিক্রেতারা। একই ভাবে রুপোর গয়না যাঁদের পছন্দ সেই রকম ক্রেতাও মিলতে পারে খুচরো বাজারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement