Flipkart

Sastasundar: সস্তাসুন্দরকে কিনছে ফ্লিপকার্ট

নেট মেড্‌সকে কিনেছে রিলায়্যান্স রিটেল। ১এমজি-কে হাতে নিয়েছে টাটা গোষ্ঠী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২১ ০৫:৩৭
Share:

ফাইল চিত্র।

নেট মেড্‌সকে কিনেছে রিলায়্যান্স রিটেল। ১এমজি-কে হাতে নিয়েছে টাটা গোষ্ঠী। বাজারে রয়েছে ফার্মইজ়ি এবং অ্যামাজ়ন ফার্মাসির মতো স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থা এবং বিভিন্ন ওষুধ সংস্থার নিজস্ব নেট বিপণি। আর এ বার কলকাতার সংস্থা সস্তাসুন্দর ডট কম-কে অধিগ্রহণ করার কথা জানাল ফ্লিপকার্ট। যার হাত ধরে অনলাইনে ওষুধ ও চিকিৎসা পরিষেবা ব্যবসায় পা রাখছে ওয়ালমার্টের শাখা সংস্থাটি। নাম হবে ফ্লিপকার্ট হেল্‌থ প্লাস। এর ফলে এই ক্ষেত্রে প্রতিযোগিতা নতুন মাত্রা পেল বলে মত সংশ্লিষ্ট মহলের।

Advertisement

শুক্রবার শেয়ার কিনতে সস্তাসুন্দর মার্কেটপ্লেসের সঙ্গে চুক্তি করেছে ফ্লিপকার্ট। তবে এ জন্য লগ্নির অঙ্ক জানায়নি তারা। বলেছে, সস্তাসুন্দরের দক্ষতাকে সঙ্গী করে এবং নিজেদের পরিকাঠামো ব্যবহার করে ওষুধ ও স্বাস্থ্য পরিষেবার ব্যবসা ছড়াবে তারা।

বিশেষজ্ঞদের মতে, করোনার মধ্যে বাড়িতে বসে পরিষেবা পাওয়ার চাহিদা ইতিমধ্যেই বেড়েছে। সেই তালিকার উপরের দিকে রয়েছে ওষুধ থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা। যে কারণে অতিমারির মধ্যে এই বাজারকে পাখির চোখ করছে ই-কমার্স সংস্থাগুলি। ফ্লিপকার্টের এই অধিগ্রহণ সে পথেই আরও এক ধাপ। তবে এর আগেই নেটে ওষুধের মতো অত্যাবশ্যক পণ্য বিক্রিতে আপত্তি জানিয়েছে সাধারণ ওষুধ বিপণিগুলি। যা বন্ধের দাবি তুলেছে তারা। তাই আগামী দিকে পরিষেবার গতিপথ কী দাঁড়ায়, সে দিকেই চোখ সকলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement