Dish TV

আবারও চ্যানেল লক-ইন পরিষেবা চালু করল ডিশ টিভি

তাই এখন থেকে ডিশ টিভি গ্রাহকেরা আর যে কোনও সময় যে কোনও চ্যানেল বা চ্যানেল প্যাকেজ বাদ দিতে পারবেন না।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৯ ১১:০০
Share:

ডিশ টিভি এর লক-ইন পরিষেবা। গ্রাফিক্স : তিয়াসা দাস।

ডিশ টিভি আবারও তাদের গ্রাহকদের জন্য ফিরিয়ে আনল চ্যানেল লক-ইন পরিষেবা। এই বছরের এপ্রিল মাসেই এই পরিষেবা তারা বন্ধ করে দিয়েছিল। আবার এই বছরেই তারা এই পরিষেবা চালু করতে চলেছে কিন্তু কেন এই পরিষেবা চালু করা হচ্ছে সেইটা স্পষ্ট নয়।

Advertisement

তাই এখন থেকে ডিশ টিভি গ্রাহকেরা আর যে কোনও সময় যে কোনও চ্যানেল বা চ্যানেল প্যাকেজ বাদ দিতে পারবেন না। অর্থাৎ, কোনও প্যাকেজ কিংবা চ্যানেলের পরিষেবা এইবার থেকে ৩০ দিনের জন্য নিলে তা ৩০ দিনের জন্যই ব্যবহার করতে হবে। গ্রাহক মাঝপথে চাইলে চ্যানেল বা চ্যানেল প্যাকেজ পরিষেবা বন্ধ করতে পারবে না।

সমস্ত হাই ডেফিনেশান (এইচডি) এবং স্ট্যান্ডার্ড ডেফিনেশান (এসডি) চ্যানেলগুলির জন্যই এই পরিষেবা শুরু করা হচ্ছে। এবং প্রতিটি চ্যানেলের নীচে এর তারিখের পরিসীমা দেখাবে। এখন থেকে গ্রাহকরা চাইলেও তাঁদের নির্দিষ্ট তারিখের আগে কোনও চ্যানেল বা চ্যানেল প্যাকেজ পরিষেবা বন্ধ করতে পারবেন না।

Advertisement

আরও পড়ুন:তিনশোরও বেশি চ্যানেল নিয়ে এয়ারটেল টিভি এইবার ওয়েবে

জি-টিভি, স্টার প্লাস, সাব, কালারস্‌, এইচবিও, এমটিভি, ন্যাশনাল জিওগ্রাফিক এই সমস্ত চ্যানেল এর পর থেকে লক-ইন পরিষেবার অন্তর্গত হবে। এই লক-ইন পরিষেবা ৩০-৩৬০ দিনের জন্যও হতে পারে, তবে সেটি গ্রাহক নিজেই বেছে নিতে পারবেন।

অর্থাৎ, গ্রাহক যদি স্টারের সম্পূর্ণ প্যাকেজ নেন তা হলে সেটি তিনি নিজেই ৩০ দিন কিংবা ৩৬০ দিনের জন্য বেছে নিতে পারেন। কিন্তু গ্রাহক যেটাই বাছুন নির্দিষ্ট দিন পর্যন্ত সেটি ব্যবহার করতে হবে এবং মাঝপথে বন্ধ করতে পারবেন না। এর সঙ্গে ডিশ টিভি আরও একটি মাল্টি টিভি পলিসি যুক্ত করেছে যাতে এর পর থেকে বাড়িতে একটির বেশি ডিশ টিভি ব্যবহারের ক্ষেত্রে আলাদা ভাবে প্রত্যেকটি সেকেন্ডারি কানেকশনের ক্ষেত্রে ৫০ টাকা করে দিতে হবে।

আরও পড়ুন:জিয়োর মোকাবিলায় গ্রাহকদের জন্য আরও ডেটা নিয়ে এল এয়ারটেল, ভোডাফোন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement