ছবি সংগৃহীত
বিভিন্ন মানের কাঁচা পাটের ন্যূন্যতম সহায়ক মূল্য (এমএসপি) ঠিক হয়েছে ২০২০-২১ মরসুমের জন্য। বস্ত্র মন্ত্রকের অধীন জুট কমিশনারের অফিস বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে তা ঠিক করেছে। জুলাই থেকে শুরু হবে পাট কেনার নতুন মরসুম। তখন এই দামেই চাষিদের থেকে পাট কিনবে পাট নিগম। পাটের অন্যান্য কারবারিদেরও এই দামেই তা কেনার কথা। সারা দেশে চাষিরা যে পাট চাষ করেন, তার মান আলাদা হতে পারে। মান অনুযায়ী ব্যবহার হয় আলাদা। আলাদা দামও। সূত্রের খবর, টিডিএন-৩ মানের পাটের সহায়ক মূল্য স্থির হয়েছে কুইন্টালে ৪২২৫ টাকা। এ রাজ্যে যার উৎপাদন বেশি।
সোমবার বস্ত্র মন্ত্রকের সচিব রবি কপূর আসন্ন মরসুমে পাটের উৎপাদন নিয়েও ভিডিয়ো বৈঠক করেছেন জুট কমিশনার, চটকল মালিক-সহ বিভিন্ন পক্ষের সঙ্গে। জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তী জানান, বৈঠকে উঠে আসা তথ্য অনুযায়ী এ বছর পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য পাট উৎপাদক রাজ্যগুলিতে কমপক্ষে ১৫%-২০% বেশি জমিতে চাষ হয়েছে। বৃষ্টি ভাল হলে উৎপাদন অনেকটাই বাড়বে।