ছবি এএফপি
সতর্কতা বিধি মেনে ৫০% কর্মী নিয়ে পাতা তোলা-সহ সব ধরনের কাজের ব্যাপারে চা বাগানগুলিকে অনুমতি দিল রাজ্য। এর আগে ২৫% কর্মী নিয়ে কাজে সম্মতি দেওয়া হয়েছিল।
লকডাউনে ফার্স্ট ফ্লাশ চা তৈরি মার খেয়েছে। শীঘ্রই সেকেন্ড ফ্লাশের পাতা তোলা ও উৎপাদন শুরু হবে। ফলে রাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন। তাদের সেক্রেটারি জেনারেল অরিজিৎ রাহার বক্তব্য, বাগানে হেক্টর প্রতি ১২-১৪ জন কাজ করেন। ৫০ হাজার বর্গফুটের কারখানায় কাজ করেন ১৫-২০ জন। ফলে পারস্পরিক দূরত্ব বিধি মানা সহজ। তবে ১০০% শ্রমিক-কর্মী নিয়ে কাজের অনুমতি দেওয়ার জন্য রাজ্যকে আর্জি জানিয়েছেন তাঁরা।
জয়েন্ট ফোরাম অব টি ওয়ার্কার্স ট্রেড ইউনিয়নের আহ্বায়ক জিয়া উল আলমের দাবি, প্লাইউড কারখানা বা ১০০ দিনের কাজে যেমন সতর্কতা বিধি তৈরি হয়েছে, চা বাগানেও তা জরুরি। তা হলে আরও বেশি শ্রমিকের ছাড়পত্র দেওয়া যাবে। সরকার, বাগান কর্তৃপক্ষ ও ইউনিয়ন মিলে সেই বিধি তৈরি করতে পারে। বাগানে করোনা-পরীক্ষা চালু ও সতর্কতা বিধি মানা হচ্ছে কি না, তাতেও নজরদারি জরুরি।