Jairam Ramesh

ব্যবসার পরিবেশ কঠিন, দাবি কংগ্রেসের

বিরোধী দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের আক্রমণ, মোদী সরকার ব্যবসার পরিবেশ সহজ করার দাবি করলেও বাস্তবে উল্টোটাই হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ০৮:০৩
Share:

জয়রাম রমেশ। —ফাইল চিত্র।

শিল্প ক্ষেত্রে বেসরকারি লগ্নিতে ভাটা অনেক দিন। কর্পোরেট কর ছাঁটাই বা অর্থমন্ত্রীর অনুরোধ উপরোধেও বেসরকারি সংস্থাগুলি লগ্নি বাড়িয়ে কর্মসংস্থান বৃদ্ধিতে বিশেষ সাড়া দেয়নি। চাহিদার অভাবে জিডিপি-র সাম্প্রতিক পরিসংখ্যানে অর্থনীতির ঝিমুনি আরও স্পষ্ট। এই সবের জন্য কেন্দ্রের নীতিকে দায়ী করল কংগ্রেস। বিরোধী দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের আক্রমণ, মোদী সরকার ব্যবসার পরিবেশ সহজ করার দাবি করলেও বাস্তবে উল্টোটাই হয়েছে। কেন্দ্রের ‘পশ্চাদমুখী’ নীতি এবং ‘কর সন্ত্রাস’-এর জেরে লগ্নিকারীরা উৎসাহ হারিয়েছেন। তাঁর পরামর্শ, এই অবস্থা থেকে বার হতে গেলে বাজেটে জিএসটি-সহ করের কাঠামো সরল করা দরকার।

Advertisement

রমেশের বক্তব্য, মনমোহন সিংহের আমলে জিডিপি-র নিরিখে বেসরকারি লগ্নির হার ছিল ২৫%-৩০%। গত এক দশকে তা ২০-২৫ শতাংশে নেমেছে। বহু ব্যবসায়ী অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন। সামগ্রিক এই পরিস্থিতি তৈরি হয়েছে তিনটি কারণে। প্রথম কারণ জটিল জিএসটি। প্রধানমন্ত্রী এই কাঠামোকে সরল বলে দাবি করলেও এর মধ্যে বিভিন্ন ধরনের প্রায় ১০০টি হার ও সেস রয়েছে। কর ফাঁকি ঘটেছে প্রায় ২.০১ লক্ষ কোটি টাকার। দ্বিতীয়ত, চিনা আমদানি উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় ধাক্কা খেয়েছে দেশীয় উৎপাদন শিল্প এবং শ্রমের বাজার। তৃতীয়ত, মজুরি থামকে যাওয়ায় কমেছে বিক্রিবাটা।

কংগ্রেস নেতার দাবি, এর সমাধান করতে হলে কেন্দ্রকে ‘কর সন্ত্রাস’ এবং ‘তল্লাশি রাজ’ বন্ধ করতে হবে। উৎসাহ দিতে হবে উৎপাদন শিল্পকে। তা হলেই এই ক্ষেত্রে কাজ বাড়বে। সেই সঙ্গে বাড়বে মানুষের ক্রয়ক্ষমতা। যা আরও উৎসাহিত করবে শিল্পকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement