ছবি: সংগৃহীত
ইয়েস ব্যাঙ্কের চেক মারফত কোনও বিল জমা দিতে বারণ করল সিইএসসি। সেই সঙ্গে গ্রাহকদের এসএমএস পাঠিয়ে বিদ্যুৎ সংস্থাটি জানিয়েছে, তাদের ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমেও নেফ্ট বা আরটিজিএস মারফত কেউ টাকা জমা না-দেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ব্যাঙ্কের পর্ষদ ভেঙে দেওয়ার পর থেকেই তাদের লেনদেন প্রায় বন্ধ।
এ দিকে, আমানতের সঙ্গে শেয়ারমূল্যের অনুপাত কোনও ব্যাঙ্কের সুরক্ষার ঠিক ছবি তুলে ধরে না বলে দাবি করলেন মুখ্য আর্থিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যন। রবিবার ইয়েস ব্যাঙ্ক প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, শেয়ার বাজারে দর প্রতি মুহূর্তে পাল্টায়। তার সঙ্গে তাল মিলিয়ে ওই অনুপাতও বদলে যায়। ফলে একে ব্যাঙ্কটির সুরক্ষার মাপকাঠি বলা চলে না। সেই সঙ্গে তাঁর দাবি, ভারতীয় ব্যাঙ্কগুলির স্বাস্থ্য
যথেষ্ট মজবুত।