ছবি: পিটিআই।
সেপ্টেম্বরের অর্ধেক কেটে গেলেও অগস্টের বেতন পাননি বিএসএনএলের কর্মীরা। দ্রুত বেতনের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন সংস্থাটির গাজিয়াবাদের প্রশিক্ষণ কেন্দ্রের কর্মীদের স্ত্রীরা। ঠিকা কর্মীদের বেতন না হওয়ার সমস্যার কথাও তাঁরা চিঠিতে উল্লেখ করেছেন।
ওই চিঠিতে স্ত্রীদের দাবি, সংস্থাটির কর্মীরা দেশের দুর্গম ও সন্ত্রাসপ্রবণ এলাকায় টেলি-সংযোগ গড়ার কাজে যুক্ত। তাঁদের জীবনও সেনাবাহিনীর জওয়ানের স্ত্রীর চেয়ে কম কঠিন নয়। ডিজিটাল ইন্ডিয়ার প্রসঙ্গ তুলে চিঠিতে তাঁরা ওই প্রকল্পে বিএসএনএলের গুরুত্বের কথাও বলেছেন।
অন্য দিকে, সোমবার কলকাতা শাখায় তিনটি কেন্দ্রে সংস্থার কর্মী ইউনিয়নের ভোট ব্যাহত হয়। মঙ্গলবার টেরিটিবাজারের দফতরে ফের তাদের ভোট হয়। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এল কে বৈদ্য জানান, সেখানে ৬৭.৫২% ভোট পড়েছে।