bank

Banks: বাজেটে কর ছাড়যুক্ত জমার মেয়াদ কমাতে আর্জি ব্যাঙ্ক শিল্পের

৮০সি ধারায় মিউচুয়াল ফান্ডের ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিমে (ইএলএসএস) কর ছাড় পেতে তিন বছর ফান্ডের ইউনিট ধরে রাখতে হয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ০৭:২৮
Share:

প্রতীকী ছবি।

করোনার মধ্যেও সার্বিক ভাবে ঊর্ধ্বগতি বহাল শেয়ার বাজারের। যা দেখে সেখানে ঝুঁকি নিয়েও টাকা ঢালছেন মানুষ। এই অবস্থায় স্থায়ী আমানতকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে সেগুলিতে কর ছাড়ের সুবিধা বাড়ানো আর্জি জানাল ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন আইবিএ। বর্তমানে ফিক্সড ডিপোজ়িটে কর ছাড় পেতে হলে পাঁচ বছরের মেয়াদে আমানত করতে হয়। সেটাই কমিয়ে তিন বছর করার দাবি জানিয়েছে তারা।

Advertisement

৮০সি ধারায় মিউচুয়াল ফান্ডের ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিমে (ইএলএসএস) কর ছাড় পেতে তিন বছর ফান্ডের ইউনিট ধরে রাখতে হয়। আইবিএ-র দাবি, মেয়াদ কম অথচ কর ছাড়ের সুবিধা থাকায় ইএলএসএস-এর আকর্ষণ বেশি। তাই ওই ধারায় ব্যাঙ্কের ক্ষেত্রেও কর ছাড়ের সুবিধাযুক্ত জমার মেয়াদ কমানো হোক। উল্লেখ্য, ৮০সি ধারায় নির্দিষ্ট বিভিন্ন লগ্নি প্রকল্প মিলে সর্বোচ্চ ক্ষেত্রে ১.৫০ লক্ষ টাকার উপরে কর ছাড় পাওয়া যায়।

এ দিকে, সকলের দরজায় ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছনো, ডিজিটাল লেনদেন এবং বিভিন্ন সরকারি প্রকল্প রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ব্যাঙ্কিং ক্ষেত্র। এ জন্য তথ্যপ্রযুক্তি খাতে তাদের বাড়তি অর্থ খরচ হয়। তাই সেই সব কাজের জন্য বাড়তি কর ছাড় বা আর্থিক সুবিধার দাবিও জানিয়েছে আইবিএ। বলেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কর বিরোধ মেটানোর ব্যবস্থা চালুর কথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement