GST on Medical Insurance and Premiums

বিক্ষোভ স্বাস্থ্য বিমায় কর নিয়ে

অর্থ মন্ত্রক লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে বলে, গোড়া থেকেই স্বাস্থ্য বিমায় ১৮% জিএসটি রয়েছে। গত তিন বছরে ২৫,৫২৬ কোটি টাকা আদায় হয়েছে। এর মধ্যে ২০২৩-২৪-এ সব থেকে বেশি, প্রায় ৯,৭৪৭ কোটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৪ ০৮:৫৭
Share:

—প্রতীকী ছবি।

স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ামে ১৮% জিএসটি চাপিয়ে গত তিন বছরে সাধারণ মানুষের থেকে প্রায় ২৪,৫০০ কোটি টাকা আদায় করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্বাস্থ্য বিমায় কর চাপানোর বিরোধিতা করেছিলেন। তৃণমূল এ নিয়ে সংসদে সরব হচ্ছে। এ বার বিরোধী জোট ইন্ডিয়া-র সমস্ত দল এর বিরুদ্ধে মঙ্গলবার সংসদে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে ইন্ডিয়া জোটের নেতাদের আজ অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের মকরদ্বারের সামনে হাজির হতে অনুরোধ করেছেন। তৃণমূল নেতৃত্ব একে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা প্রশ্ন নিয়ে বিরোধী জোটের ঐক্যবদ্ধ পদক্ষেপ হিসেবেই তুলে ধরছে।

Advertisement

প্রিমিয়ামে জিএসটি নিয়ে মোদী সরকারের মন্ত্রী নিতিন গডকড়ী অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখেছেন। চিঠি দিয়েছেন মমতাও। আজ অর্থ মন্ত্রক লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে বলে, গোড়া থেকেই স্বাস্থ্য বিমায় ১৮% জিএসটি রয়েছে। গত তিন বছরে ২৫,৫২৬ কোটি টাকা আদায় হয়েছে। এর মধ্যে ২০২৩-২৪-এ সব থেকে বেশি, প্রায় ৯,৭৪৭ কোটি।

আজ রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন ফের বিষয়টি নিয়ে সরব হন। বলেন, অর্থমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা না শুনলে সহকর্মী নিতিন গড়কড়ীর কথা শুনুন। জিএসটি নিয়ে সিদ্ধান্ত কেন্দ্র ও রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে তৈরি জিএসটি পরিষদের বিষয় বলে অর্থ মন্ত্রকের যুক্তি খারিজ করে ডেরেকের দাবি, পরিষদে দুই-তৃতীয়াংশ এনডিএ-র সদস্য। অগস্টের শেষেই জিএসটি পরিষদের বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক। বিজু জনতা দল, বিএসপি দাবিতে সমর্থন জানায়। সেই সময় কংগ্রেসের সংসদীয় দলনেত্রী সনিয়া গান্ধী, বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে হাজির ছিলেন। তাঁদের সঙ্গে তৃণমূল নেতাদের জোটে সমন্বয় নিয়ে কথাও হয়।

Advertisement

তৃণমূল আজ ফের রাজ্যসভায় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যয়বরাদ্দ নিয়ে আলোচনার দাবি জানিয়েছে। ডেরেক বলেন, ‘৪-৫-৬’-এর প্রভাবে ৪ জুনের পরে ৫৬ ইঞ্চি ছাতি ছোট হয়ে গিয়েছে। তাই সরকার স্বরাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রক নিয়ে আলোচনায় রাজি নয়। কিন্তু ১৫টি বিরোধী দল স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ে আলোচনার দাবি জানাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement