Durga Puja 2023 Theme

ছবি দিয়ে মণ্ডপ! সঙ্গে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল! পুজো পঞ্চাশ বছর উদ্‌যাপন এ ভাবে!

সল্ট লেক বিবি ব্লকের বাসিন্দাদের পুজো মণ্ডপের থিম পুজো এ বার ছবি দিয়ে সাজানো। সঙ্গে চণ্ডীমঙ্গল, মনসামঙ্গলের গল্পও থাকছে। খবর এই প্রতিবেদনে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৫:১৮
Share:

একটা ছবি হাজার কথা বলে। তাই ছবি দিয়েই এ বারের পুজো সাজাচ্ছে সল্ট লেক বিবি ব্লকের বাসিন্দাদের পুজো মণ্ডপ। এই বছর তাঁদের পুজোতে মনসামঙ্গল ও চণ্ডীমঙ্গলের মতো মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কথা তুলে ধরা হচ্ছে।

Advertisement

১৯৭৩ সালে পুজো শুরু এখানকার। এ বার তাঁদের ৫০ বছর। এই বছরের বিশেষ আকর্ষণ হিসেবে কুলো, দরমা ও বিভিন্ন হাতে আঁকা ছবি দিয়ে সাজানো মণ্ডপ। প্রায় দু’মাস ধরে থিম শিল্পী তরুণ ঘোষ ও তাঁর সহকর্মীরা এই কাজ করছেন। প্রথম দিকে এখানে সাবেকিয়ানায় পুজো হত। ২০১০ সালের পর থেকে এখানে থিম পুজো শুরু হয়েছে। প্রতিমায় খুব একটা বদল আনা হচ্ছে না। প্রচলিত রূপেই মায়ের মূর্তি গড়া হয়। থিম থাকে শুধু মণ্ডলে।

পুজোর দিনগুলি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। স্থানীয় শিল্পীদের মাধ্যমে এই অনুষ্ঠান করা হবে বলে জানানো হয়েছে আয়োজকের পক্ষ থেকে। সল্টলেকের বিবি ব্লকের সভাপতি ননীগোপাল পাল বলেন, ‘‘এই বছর আমাদের পুজোর পঞ্চাশ বছর। আমরা বিভিন্ন ছবির মাধ্যমে এই বারের পুজো মণ্ডপ গড়ে তোলা হচ্ছে।’’

Advertisement

কী করে যাবেন- বিধাননগর রেল স্টেশনে নেমে অটো বা বাস করে বিবি ব্লকের কাছে ‘ফাঁড়ি’ স্টপেজে নামতে হবে। সেখানে নামার পর একটু এগিয়ে গেলেই পুজো।

থিম: কথা চিত্র।

থিম শিল্পী: তরুণ ঘোষ।

প্রতিমা শিল্পী: সনাতন পাল।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement