Torpedo Welfare Society

এই পুজোর থিম প্রার্থনা! কিন্তু কী জন্য?

হাওড়ার টরপেডো ওয়েলফেয়ার সোসাইটির পুজোর এ বারের থিম প্রার্থনা। আগে এই পুজোর নাম ছিল বিনোদ বিহারী হালদার লেন সর্বজনীন দুর্গোৎসব।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৩ ১৯:২০
Share:

১৯৬৯ সালে হাওড়ার মন্দিরতলার বিনোদ বিহারী হালদার লেনের উদ্যোগে খুব স্বল্প পরিসরে শুরু এই পুজোর। তখন পুজোর নাম ছিল বিনোদ বিহারী হালদার লেন সর্বজনীন দুর্গোৎসব। অনাড়ম্বর কিন্তু আবেগমিশ্রিত পুজো। এরপর ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় ক্লাব। নাম হয় টরপেডো ওয়েলফেয়ার সোসাইটি। ১৯৭২ সাল থেকে পুজোর নাম বদলে তা ক্লাবের নামেই হতে থাকে। এখন সেই ক্লাবের নামেই হয় পুজো। জন্মলগ্ন থেকে দীর্ঘ দিন মা এখানে পূজিত হয়েছেন সাবেকি ঢঙেই। কেবল ১৯৭৮ সালে বন্যার কারণে মূর্তি পুজো করা সম্ভব হয়নি। বরং তার জায়গায় ঘট পুজো করেই সারা হয় সে বছরের পুজো।

Advertisement

থিম পুজোয় পা দেওয়ার শুরু আট বছর আগে। সময়ের স্রোতে গা ভাসিয়ে সাবেকিয়ানার খোলস ছেড়ে বেরিয়ে এসে শুরু হয় থিম পুজোর। এই বছর তাদের থিম ‘প্রার্থনা’। এই প্রার্থনার মূলে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ। জল, মাটি, বায়ু, গাছ সহ সমগ্র পৃথিবী আজ সঙ্কটের সম্মুখীন। এই সঙ্কটের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার উদ্দ্যেশেই এই প্রার্থনা। নানা ধরনের মাটির মূর্তিতে সেজে উঠছে মণ্ডপ।

পুজোর সভাপতি অনির্বাণ বসুর কথায়, ‘‘চারদিকে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে, সব কিছু থেকে মুক্তির জন্যই এই প্রার্থনা।’’

Advertisement

কী ভাবে যাবেন: মন্দিরতলা অথবা নবান্ন মিনি বাস স্ট্যান্ডে নেমে ৫৮নং বাস স্ট্যাণ্ডের দিকে খানিকটা এগোলেই বিনোদ বিহারী হালদার লেন। সেখানে গেলেই পাবেন দেখতে পাবেন পুজা মণ্ডপ।

প্রতিমা শিল্পী: অনিল জানা

থিম: প্রার্থনা

থিম শিল্পী: উদয় মন্ডল

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement