লক্ষ্মীপুজোর শেষ হওয়া মাত্রই শুরু হয়ে যায় কালীপুজোর তোড়জোড়। দুর্গাপুজোর মতো বাঙালির শ্রেষ্ঠ উৎসবগুলির মধ্যে অন্যতম কালীপুজো। ইতিমধ্যেই শক্তিময়ীকে বরণ করতে মেতে উঠেছে শহর কলকাতা। বেশ কিছু বছর ধরে দুর্গাপুজোর মতো কালীপুজোতেও বেড়েছে থিম পুজোর আধিক্য। সেই নজরকাড়া থিমের মধ্যে থেকে সেরার সেরাকে বেছে নিতে দেওয়া হবে বিশেষ স্বীকৃতি ‘দেবী প্রণাম মহামুকুট মহা সম্মান’। এই বিশেষ উদ্যোগে সামিল হয়েছেন ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর কর্মকর্তারা। দুর্গাপুজোর সংগঠকরাই এ বার কালীপুজোর বিচারক। এক ঝলকে দেখে নিন কোন ১২টি পুজো ইতিমধ্যেই চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়েছে।
গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব। থিম: পুরাতনী
হাওয়া সকাল। থিম: কলকাতার কালীকথা
সাউথ দমদম অ্যাভিনিউ স্পোর্টিং ক্লাব। থিম: কাকতালীয়
বড়িশা শান্তি সংঘ। থিম: বলির কথাবলী
ত্রিভুবন ক্লাব। থিম: বাস্তুবায়ন
বিজয়গড় ৬ পল্লী। থিম: ইতিকথা
শ্যামা পল্লী শ্যামা সংঘ। থিম: প্রবহন
রায় বাহাদুর রোড, আমরা মিলন তীর্থ। থিম: অবুঝ শিশুর অবুঝ মন
শ্রী কলোনি সমাজ সংঘ। থিম: আমার কথাটি ফুরাল, নটে গাছটি মুড়ালো
মৈনাক ক্লাব। থিম: কালীক্ষেত্র মৈনাক
গড়ফা বালক সংঘ। থিম: মহামায়ার গল্পগাঁথা
জয়পুর জয়শ্রী। থিম: না মানে না