Kolkata's Famous Kali Puja

একমাত্র এখানেই আছে হাজার হাত কালী, যাঁর দর্শন মুগ্ধ করবে আপনাকে

হাজার হাত কালীর পুজো হয় হাওড়া শিবপুরের ওলাবিবিতলায়। শোনা যায়, ওলাবিবিতলার মুখোপাধ্যায় পরিবারের পুত্র আশুতোষ মুখোপাধ্যায় এই মন্দিরের প্রতিষ্ঠা করেন ১৮৮০ সালে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ২১:৩৯
Share:

ছবি: সংগৃহীত

শাস্ত্রে মা কালীর বিভিন্ন রূপের কথা জানা যায়। তবে সাধারণত যে কালীর পুজো প্রতি অমাবস্যায় করা হয়, সেখানে মায়ের চার হাতের মৃন্ময়ী মূর্তিরই পুজো হয়। কিন্তু হাজার হাতের কালীর কথা শুনেছেন কখনও?

Advertisement

মায়ের বিরল এই রূপের পুজো হয় হাওড়া শিবপুরের ওলাবিবিতলায়। শোনা যায়, ওলাবিবিতলার মুখোপাধ্যায় পরিবারের পুত্র আশুতোষ মুখোপাধ্যায় এই মন্দিরের প্রতিষ্ঠা করেন ১৮৮০ সালে।

কিন্তু কেন হাজার হাত কালী?

Advertisement

আশুতোষ নাকি স্বপ্নে মা চণ্ডীর দর্শন পান এবং তাঁর হাজার হাত কালী রূপ দেখেন। সেই সময়ে মায়ের এই হাজার হাত কালী মন্দির নির্মাণ করার সামর্থ্য তাঁর ছিল না। তখন স্থানীয়রা এগিয়ে আসেন তাঁকে সাহায্য করতে। অবশেষে ওলাবিবি তলায় এই মন্দির নির্মাণের কাজ সমাপ্ত হয়।

চণ্ডীপুরাণ অনুযায়ী অসুর বধের সময়ে মা দুর্গাকে অনেক রূপ ধারণ করতে হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল মায়ের এই হাজার হাতের কালী রূপ।

দীপান্বিতা অমাবস্যা ছাড়াও, বুদ্ধপূর্ণিমার দিন মহাসমারোহে মায়ের পুজো হয়।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement