ছবি: সংগৃহীত
নৈহাটির বড়মার কথা তো সবাই শুনেছেন। কিন্তু খোদ সোদপুরে রয়েছে ২৫ ফুট উচ্চতার বিশাল কালী। সোদপুর মুক্তি সংঘ ক্লাবের পুজোর বিশেষত্ত্ব এই কালী শুধু আকারেই যে আকাশ-সমান তা নয়, মায়ের চার হাতের বদলে রয়েছে ১৩ হাত। ৭৪ বছরের পুরনো এই কালীপুজো দেখতে দূর-দূরান্ত থেকে ভিড় জমান বহু মানুষ।
প্রতিমা নির্মাণের প্রস্তুতি চলছে
তবে প্রথমে দেখলে দেবীর চার হাতই নজরে পড়বে। বাকি ৯টি হাত রয়েছে দেবীর কোমরে। ক্লাবের সদস্য কাজল দে বলেন, “প্রথমে আমাদের বড়রা এই ১৩ হাতের কালীর পুজো শুরু করেন। তখন আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে উত্তর ২৪ পরগনার মানুষ এখানে মানত করেন এবং তাঁরা সাফল্যও পান। তার পর থেকে এখানে ১৩ হাতের কালীর পুজোই হয়ে আসছে। বড়দের পর পরবর্তী প্রজন্ম এই পুজোর দায়িত্ব নেয়।” মানুষের বিশ্বাস দেবী জাগ্রত, তাই প্রতি বছর কালীপুজোয় ভিড়ও হয় চোখে পড়ার মতো।
কী ভাবে যাবেন?
সোদপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে সোদপুর মুক্তি সংঘ ক্লাব।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।