Durga Puja 2022

নিউটাউনের বিসি ব্লকের দুর্গা পুজোয় আন্তরিকতার ছোঁয়া!

এই ব্লকে প্রতি বছর বিসি ব্লক কালচারাল অ্যাসোসিয়েশন দুর্গাপুজো ছাড়াও সারা বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, হেলথ ক্যাম্প, প্রতিযোগিতা মূলক খেলাধুলার আয়োজন করা হয়।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ ১৬:১১
Share:

প্রতীকী ছবি

নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ানের অন্যতম ব্লক বি সি ব্লক। এই ব্লকে প্রতি বছর বিসি ব্লক কালচারাল অ্যাসোসিয়েশন দুর্গাপুজো ছাড়াও সারা বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, হেলথ ক্যাম্প, প্রতিযোগিতা মূলক খেলাধুলার আয়োজন করা হয়। এই বার তারা নবম বর্ষ পদার্পণ করলো। প্রত্যেকবারের মতো এবারও দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে অ্যাসোসিয়েশনের মাঠেই। গত ১৫ আগস্ট অনুষ্ঠিত হয় খুঁটি পূজো । এছাড়া সকাল ১০.০০ টায় জাতীয় পতাকা উত্তোলন করেন কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি:শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী । মহিলা সদস্যরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। এবং ব্লকের সকল অধিবাসীবৃন্দ শহিদ বেদিতে মাল্যদান করেন। সবার শেষে পুজো কমিটির তরফ থেকে বিসি ব্লকের সকল অধিবাসীগণদের জন্য দুপুরের খাবার ব্যাবস্থা করা হয়।

Advertisement

ব্লকের সম্পাদক: শ্রী সৌম্যদীপ মাইতি বলেন "আমাদের পুজোর এবছর নবমবর্ষ। নিউটাউনের মধ্যে আমাদের পুজো বেশ পুরোনো। কোভিড পরিস্থিতি কাটিয়ে উঠে এবছর আমরা পুজো অনেকটা বড় করে করার প্রস্তুতি নিচ্ছি। এবছর আমাদের আকর্ষণ সাবেকি পুজো, সঙ্গে প্রতি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাওয়াদাওয়া। ব্লকের প্রায় ৬০০ র বেশি মানুষ পুজোর দিনগুলিতে প্রীতিভোজে অংশগ্রহণ করেন। ১৫ই আগস্ট খুঁটি পুজোর মাধ্যমে আমরা পুজোর শুভ সূচনা করলাম।"এছাড়াও তিনি সব অধিবাসীদের ও সমস্ত কর্পোরেট ও ব্যাবসায়ীক প্রতিষ্ঠান কে ধন্যবাদ জানিয়েছেন এই মহান কর্ম যজ্ঞে ভাগীদার হওয়ার জন্য, যাদের মধ্যে সিদ্ধা গ্রুপ এর নাম বিশেষ ভাবে উল্লেযোগ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement