‘যা দেবী সর্ব ভূতেষু’। যার বাংলা অর্থ করলে হয় হে ঈশ্বর, তুমি সর্বত্র বিরাজমান। ঠিক এই ভাবনা নিয়ে চলতি বছর নিজেদের পুজোর প্রস্তুতি নিচ্ছে ডিএন ঘোষ রোডের অগ্রদূত উদয় সংঘ।
৭৭ বছরে এই দেবীর আরাধনায় তাদের মণ্ডপ সাজছে ঠাকুরের সব পুজোর সামগ্রী দিয়ে। পুজোর ঘট থেকে শুরু করে পুজোর কোশাকুশি সব কিছুই থাকছে এই তালিকায়। থিমের নাম তাঁরা দিয়েছেন ‘যা দেবী সর্ব ভূতেষু’। পুজোর মণ্ডপ থিমের করা হলেও প্রতিমাতে পুজো কমিটি কোনও পরিরর্তন করে না। সেই রীতি মেনে এবারও দেবীর রূপের বদল নেই। অষ্ঠমীর দিন মায়ের মহাভোগ বিতরণ করা হবে। চতুর্থীর দিন সাধারণের জন্য এই পুজো খুলে দেওয়া হবে। পুজো কমিটির সামাজিক মাধ্যমের দায়িত্বপ্রাপ্ত কর্তা রনো মিস্ত্রি বলেন, ‘‘দেবী সব কিছুতেই বিরাজমান। সেই থেকেই আমরা এই বার নাম দিয়েছি ‘যা দেবী সর্ব ভূতেষু’। পুজোর কাজে যা যা লাগে সেই জিনিসগুলি দিয়েই মণ্ডপ তৈরি করা হচ্ছে।’’
থিমের নাম- যা দেবী সর্ব ভূতেষু
থিম শিল্পী- শক্তি শর্মা
প্রতিমা শিল্পী- করুণ পাল
কী করে যাবেন- নেতাজি ভবন মেট্রো স্টেশনের ২ নম্বর গেট থেকে বেরিয়ে বাঁ দিকে হাঁটুন। হরিশ মুখোপাধ্যায় রোড সিগনাল পড়বে মাঝে। তা পার করে দু’মিনিট হাঁটলেই মণ্ডপ
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।