সকলের বাড়িতেই ফেলা দেওয়া কিছু জিনিস গচ্ছিত থাকে।এবারের দীপাবলিতে সেগুলোই হয়ে উঠুক ঘর সাজানোর সামগ্রী।
Diwali

Home decorate: দীপাবলিতে ঘর সাজানো নিয়ে ভাবছেন? আবর্জনায় লুকিয়ে আছে সমাধান

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১৭:১১
Share:

প্রতীকী ছবি।

দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই দীপাবলি। এই সময়ে নিজেদের সাজগোজের পাশাপাশি বাড়িও সাজাতে চান অনেকে। দোকান থেকে নানারকম সামগ্রী কিনে অনেকেই বাড়ি সাজান। কিন্তু বাড়িতেই ছড়িয়ে ছিটিয়ে থাকে প্রচুর অপ্রয়োজনীয় জিনিস। সেগুলি দিয়ে নতুন কিছু বানিয়ে দিব্যি সাজিয়ে ফেলা যায় বাড়ি। কী ভাবে?

• সকলের বাড়িতেই বাতিল প্লাস্টিকের বোতল ডাঁই হয়ে থাকে। সেগুলিকে সমান মাপে কেটে রং করে নেওয়া যেতে পারে। তারপরে মাথার দিকে ফুটো করে একটা আংটা লাগিয়ে দিন। রং করা কাটা বোতলের মধ্যে একটা ছোট্ট প্রদীপ জালিয়ে সুবিধামতো কোথাও একটা টাঙিয়ে দিলেই হয়ে যাবে ঝুলন্ত লন্ঠন।

Advertisement

• আমাদের সকলের বাড়িতেই অব্যবহৃত অনেক সিল্ক বা জর্জেটের শাড়ি বা ওড়না থাকে। সেখান থেকে রঙিন শাড়ি,ওড়না বেছে নিয়ে নকশা করে কেটে কায়দা করে দেওয়ালে আটকান। উৎসবের সময়ে বেশ জমকালো একটা ব্যাপার হবে।

• জন্মদিনে ঘর সাজাতে ব্যবহার করা রঙিন কাগজ থেকে যায় অনেকের বাড়িতেই। সেগুলি দিয়ে রিং বানিয়ে ঘরের দেওয়ালে বা বারান্দার গ্রিলে আটকে দিলে মন্দ লাগবে না।

Advertisement

প্রতীকী ছবি

• বাড়িতে ডিম্বাকৃতি বাসন বা মাটির বড় পাত্র থাকলে ভাল হয়। দীপাবলির সন্ধ্যাবেলা সেই পাত্রে জল ভরে তাতে প্রদীপ আর ফুলের পাপড়ি ভাসানো যেতে পারে।

• টুনি বাল্বগুলিকে গোপন আস্তানা থেকে বার করুন। জানলায় বা ঘরের দেওয়ালে সেগুলি টাঙিয়ে দিলে মিটিমিটি রঙিন আলোয় ঘর ভরে উঠবে।

• বাড়িতে যদি ফেলা দেওয়া কাচের বোতল থাকে, তাহলে তাতে আপাদমস্তক রং করে ফেলুন। বোতলের ওপর এঁকে নিতে পারেন ফুল পাতা । তারপরে তাতে স্ট্রিং লাইট জড়িয়ে দিলেই তৈরি টেবিল ল্যাম্প। টেবিলের এক কোণে সাজিয়ে দিলেই ঘর ভরে যাবে আলো আঁধারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement