পুজোর দিন মানেই প্রত্যেক বেলায় সাজ বদল। এ বেলার শাড়ির সঙ্গে ওবেলার লিপস্টিক-আইশ্যাডো মানায় নাকি! কিন্তু যাঁরা সাজগোজ করেন, তাঁরা জানেন সযত্নে সাজের চেয়ে ঢের বেশি কঠিন হল সেই রূপটান তুলে ফেলে মুখ পরিষ্কার করা।
কম সময়ে রূপটান তুলতে ব্যবহার করতে পারেন রান্নাঘরের কয়েকটি জিনিস। এতে সহজেই তা উঠে যাবে। ত্বকের ক্ষতিও হবে কম।
কী কী ব্যবহার করবেন দেখে নিন-
১) একটি পরিষ্কার কাপড়ে মধু নিন। তার উপর বেকিং সোডা ছড়িয়ে দিন। এ বার তা আস্তে আস্তে চোখ-মুখে ঘষে নিন। মুখের সব রং উঠে যাবে। সব শেষে হাল্কা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।
২) দুধ এ ক্ষেত্রে আর একটি কার্যকরী জিনিস। তুলোয় দুধ দিয়ে সযত্নে মুছলে রূপটান উঠবে চটপট। ত্বকও ভাল হবে।
৩) অতিরিক্ত রূপটানে ত্বকের নানা ধরনের সমস্যা হয়। সে কারণেই বিভিন্ন প্রসাধন সামগ্রীতে শসার রস ব্যবহার করা হয়। নিজের ঘরেই শসার রস তৈরি করে তা দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বক সুস্থ থাকবে। আবার পরিষ্কারও হবে ভাল ভাবে।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।