শহর জুড়ে পুজো পুজো আমেজ। এ সময়টায় আপামর বাঙালি হয়ে ওঠে ফ্যাশন সচেতন। রীতিমতো জরুরি হয়ে ওঠে নতুন ট্রেন্ডের খোঁজ খবর। চাইছেন আপনার শারদ-সাজ হোক ছক ভাঙা? তার জন্য কিন্তু চাই সঠিক স্টাইল টিপস।
তারকাদের পছন্দে এই বছরের পুজোর চটকদার সাজের হদিস রইল এই প্রতিবেদনে। ষষ্ঠী থেকে দশমীর লুকে তাঁরা পরেছেন সাবেক ও আধুনিক নানা রকমের পোশাক। সঙ্গে বাহারি অনুসঙ্গ। সাজবেন জন্ম এ রকম?
ষষ্ঠী লুকে থাক আধুনিকতার ছোঁয়া। লাল কালো প্রিন্টের ক্রেপের জামা পরে নিন, সঙ্গে থাকুক কালো রোদচশমা।
খোলা চুল আর পায়ের কালো বুটে আপনার সাজই হবে নজরকাড়া।আর কলার তোলা জামায় মেজাজটাই ঠিক বদলে দেবে ষষ্ঠীর আবহাওয়া।
ডেনিম রঙের পাঞ্জাবিতে বুকের কাছে ঠাসা সাদা সুতোর কারুকাজ। গলা বন্ধ পাঞ্জাবিতে ষষ্ঠীর সাজ জমে ক্ষীর!
আর তার সঙ্গে? সাদা বুটির ডেনিম রঙা লুঙ্গি। ভাবাই যায় না!
মাল সুতির প্রিন্টেড ধুতি, সাদা রঙের হাতে নকশা করা পাঞ্জাবি-- আপনি তৈরি সপ্তমীতে। সাজে থাকুক চমক আর আভিজাত্য দুই-ই!
চৌকো ফ্রেমের কালো রোদচশমা আর কালো পাড়ের সাদা ধুতি। সঙ্গে দুষ্টু, মিষ্টি হাসি। ব্যস, আপনার সাজে সপ্তমী মাত!
উজ্জ্বল নীল স্কার্টের সঙ্গে মাছ মোটিফের হ্যান্ডলুম খাদি শাড়ির মিশেলে ইন্দো-ওয়েস্টার্ন ধাঁচের সাজ এক্কেবারে অন্য রকম। সপ্তমীতে পুরোপুরি সাবেক সাজ অনেকেই চান না। সে ক্ষেত্রে এটাই ওঠে যাক? কালো স্লিভলেস ব্লাউজ। সঙ্গে হাতে, কানে বা গলায় অন্য কোনও গয়না না পরে কোমরে রূপোর চাবি। চুল বেঁধে উঁচু করে এলোমেলো খোঁপা। তাতে থাকুক রংবেরঙের টাসেল।
হাতে বোনা সাদা কালো মিশেলের পাঞ্জাবি পরুন আপনি ও আপনার সঙ্গী দুজনেই! সঙ্গে দু'জনের পরনেই ধুতি? চোখ টানবেন আপনারাই!
আপনার সাদা পাঞ্জাবিতে কালো সুতোয় তাসের রানি। সঙ্গীর সাদা পাঞ্জাবিতে রাজা। এমন যুগলবন্দিতে আপনাদের সাজই হবে সেরা।
ধুতিতেও থাক চমক। সরু পাড়ের খাদি শাড়ি দিয়েই দু'জনে পরুন ধুতি। হাতে থাক সাদা কালো ছাতা! লাল টিপ আর লাল ফুল দিয়ে খোঁপা। তাতেই আপনাদের লুক কাড়বে সবার নজর।
নবমীর থিম হল লাল আর সাদা। সাদা পাঞ্জাবিতে মাছের মোটিফে কালো সুতোর কাজ। সঙ্গে আপনি পরলেন গোলাপি সুতির শাড়ি, ধুতির মতো করে।
সঙ্গিনীর ঘন গোলাপি স্লিভলেস ব্লাউজ, সঙ্গে মানানসই গোলাপি শাড়ি। যোগ্য সঙ্গত রুপোলি গয়নার।
কোমরবন্ধনী আর খোঁপাতেও ফুল। নবমীর সাজে আপনারাই ফ্যাশনদুরস্ত।
জামদানি শাড়িতে দুই বান্ধবী। এক জন সাদা শাড়ি, লাল ব্লাউজ। গয়না ও বাকি অনুষঙ্গও লালে লাল। বান্ধবী উজ্জ্বল সবুজ রঙের ঢাকাই জামদানিতে।
উজ্জ্বল গোলাপি ব্লাউজ আর মানানসই গয়না। বিভোর দু'জনেই। দশমী তাতেই মাতোয়ারা!
পিছিয়ে নেই তাঁদের সঙ্গীরাও। সুতির পাঞ্জাবির সঙ্গে মানানসই লুঙ্গির সাজে, সকলেই এক কথায় নজরকাড়া!