Durga Puja 2020

কালো পোশাকে মোহময়ী প্রিয়াঙ্কা-সায়নী-মধুমিতা, পুজোর আগেই উৎসবের আমেজে গা ভাসাল টলিউড

গতকাল এসভিএফ ব্র্যান্ডসের লঞ্চ পার্টি যেন চাঁদের হাট। টলিউডের ইয়ং ব্রিগেডকে দেখা গেল পার্টি মুডে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২০ ১৭:৫২
Share:
০১ ০৭

পুজো আসতে এখনও দিন চারেকের অপেক্ষা। তবে ক্যালেন্ডারের দিনক্ষণের হিসেব না মেনে এখন থেকেই পুজোর আমেজে গা ভাসিয়েছে গোটা টলিউড।

০২ ০৭

গতকাল এসভিএফ ব্র্যান্ডসের লঞ্চ পার্টি যেন চাঁদের হাট। প্রিয়াঙ্কা, সরকার, মধুমিতা সরকার, সায়নী ঘোষ, অলিভিয়া সরকার থেকে শুরু করে সন্দীপ্তা সেন, সোহিনী সরকার-- টলিউডের ইয়ং ব্রিগেডকে দেখা গেল পার্টি মুডে।

Advertisement
০৩ ০৭

কালো ড্রেস, খোলা চুলে নায়িকারা উষ্ণ আবেদনে মোহময়ী। পার্টির ফাঁকেই সেলফি তুলে নিতে ব্যস্ত। আনন্দের এই রাতকে ক্যামেরাবন্দি করে রাখলেন নায়িকারা।

০৪ ০৭

কাজের ফাঁকেই সময় বার করে উপস্থিত মধুমিতা। মৈনাক ভৌমিকের ‘চিনি’ ছবিতে দেখা যাবে তাঁকে।

০৫ ০৭

অন্য দিকে, প্রিয়াঙ্কা এবং সন্দীপ্তা ধরা দিলেন একসঙ্গে। বড়পর্দা এবং ছোটপর্দার এই মিশেল ইতিমধ্যেই এসভিফ-এর প্রযোজনায় ‘দুগ্গা এলো’ গানে মন জিতেছে দর্শকের। দুই সুন্দরীকে একসঙ্গে ধুনুচি নাচ করতে দেখা গিয়েছে এই গানে।

০৬ ০৭

অন্য দিকে, প্রিয়াঙ্কা এবং সন্দীপ্তা ধরা দিলেন একসঙ্গে। বড়পর্দা এবং ছোটপর্দার এই মিশেল ইতিমধ্যেই এসভিফ-এর প্রযোজনায় ‘দুগ্গা এলো’ গানে মন জিতেছে দর্শকের। দুই সুন্দরীকে একসঙ্গে ধুনুচি নাচ করতে দেখা গিয়েছে এই গানে।

০৭ ০৭

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তৃণা সাহা, নীল ভট্টাচার্য, সৌরসেনী মৈত্র সহ টলিউডের অনেক চেনা মুখ। পার্ক স্ট্রিটের একটি রেস্তরাঁ ছিল জমজমাট এই পার্টির ভেন্যু। অনেকেই বলেন, টলিউডের নায়িকাদের যত বন্ধুত্ব সব নাকি লোক দেখানো। তবে টলিউড সুন্দরীদের এই সব ছবি কিন্তু অন্য গল্প বলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement