Durga Puja 2020

ছিন্ন মলিন পোশাকের বৈধব্যবেশে দুর্গার এই রূপের পুজো বিরল ও অপ্রচলিত

দেবীমূর্তি বললেই আমাদের চোখের সামনে সচরাচর যা ভেসে ওঠে, তার থেকে সম্পূর্ণ বিপরীত মেরুতে বসবাস ধূমাবতীর।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০ ১৪:৪৪
Share:
০১ ১২

পুরাণে কথিত, শিব ও পার্বতীর দাম্পত্য বিবাদের মধ্যে দশটি রূপে প্রতিভাত হন স্বয়ং দেবী। তিনি দশটি রূপে নিজেকে মেলে ধরেন মহাদেবের সামনে। সেই দশটি রূপই হল দশমহাবিদ্যা। এর সপ্তম রূপ হল ‘ধূমাবতী’।

০২ ১২

দেবীমূর্তি বললেই আমাদের চোখের সামনে সচরাচর যা ভেসে ওঠে, তার থেকে সম্পূর্ণ বিপরীত মেরুতে বসবাস ধূমাবতীর। এই তান্ত্রিক দেবী কুরূপা।

Advertisement
০৩ ১২

সবথেকে অন্যরকম যে দিকটি সামনে আসে, তা হল দশ মহাবিদ্যার অন্যতম এই দেবী বিধবা। তাঁর পুজোও খুবই অপ্রচলিত।

০৪ ১২

ধূম্র বা ধোঁয়া থেকেই তাঁর নামের উৎপত্তি। বাহনবিহীন রথ বা কাকের উপর আসীন এই দেবীর অধিষ্ঠান সাধারণত শ্মশানে।

০৫ ১২

অনেক ক্ষেত্রে ধূমাবতীর তুলনা করা হয় বৈদিক দেবী নিঋতি, জ্যেষ্ঠা এবং অলক্ষ্মীর সঙ্গে। এঁরা প্রত্যেকেই মৃত্যু, দারিদ্র, ক্ষুধা এবং অভাবের দেবী।  

০৬ ১২

এই দেবীরা প্রত্যেকে কুদর্শন। ধূমাবতীর হাতে দেখা কুলো বা ঝাঁটা। ছিন্ন মলিন পোশাক, এক মাথা সাদা চুল নিয়ে দেবী ধূমাবতী যেন ধ্বংস ও সৃষ্টির মাঝে অন্ধকারের প্রতীক। কখনও কখনও তাঁর মূর্তির হাতে দেখা যায় ত্রিশূল। গলায় থাকে নরমুণ্ডমালা।

০৭ ১২

পৌরাণিক মতে, মহাপ্রলয়ের সময়ে আবির্ভূত ধূমাবতী পুরুষশূন্য করেছেন এই পৃথিবীকে। কিন্তু তিনি নিজে শক্তির প্রতিভূ। তবে ভক্তদের একনিষ্ঠ প্রার্থনা নাকি পূর্ণ করেন দেবী ধূমাবতী। তিনি সিদ্ধি এবং মোক্ষ দান করেন ভক্তদের।

০৮ ১২

পৌরাণিক মত, তিনি জীবনের যে যে অন্ধকার দিকের প্রতীক সেই বিষয় থেকেই অনুগামীদের রক্ষা করেন দেবী ধূমাবতী।

০৯ ১২

তন্ত্রসাধনা ও উচাটনের সঙ্গে সম্পর্কযুক্ত এই দেবীর আরাধনা সাধারাণত গৃহস্থরা করেন না। সংসারত্যাগী যোগীদের মধ্যে তিনি আরাধ্যা।

১০ ১২

ধূমাবতীর মন্দির প্রায় দেখাই যায় না। বারাণসীতে একটি মন্দিরে পূজিত হন দেবী ধূমাবতী। এছাড়া ঝাড়খণ্ডের রাজরাপ্পা এবং অসমের কামাখ্যা মন্দিরের কাছে দেবী ধূমাবতীর একটি করে মন্দির আছে।

১১ ১২

মধ্যপ্রদেশের দাতিয়া অঞ্চলেও দেবী ধূমাবতীর মন্দির আছে। তবে সবথেকে পরিচিত বারাণসীর মন্দিরটিই। মূলত তন্ত্রসাধকরা ভিড় করেন সেই দেবালয়ে।

১২ ১২

বিরল এবং কম সংখ্যায় হলেও দেবী ধূমাবতীর কিছু সুরূপা মূর্তি দেখা যায়। তবে তা প্রচলিত রীতির ব্যাতিক্রম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement