ডন বস্কো বিবেকানন্দ সম্মিলনীর পুজোয় আলো-আঁধারির খেলায় এক মায়াবি রূপ তৈরি হয়েছে মণ্ডপ জুড়েই।
ডন বস্কো বিবেকানন্দ সম্মিলনীর প্রতিমার দুই হাত।
ঘুষুড়ি গভর্নমেন্ট হাউজিং-এর মণ্ডপ বরাবরই হাওড়ার সেরা পুজোগুলির অন্যতম। এ বছরও এখানকার প্রতিমার স্নিগ্ধ রূপ প্রশংসিত হয়েছে দর্শনার্থীদের কাছে।
এখানকার অপরূপ মণ্ডপসজ্জা দেখতে দর্শনার্থীরা ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন।
ইছাপুর এপিজে হাওড়ার নামকরা পুজোগুলির একটি। প্রতি বছরই মণ্ডপসজ্জায় চমক থাকে এদের।
অভিনবত্ব রয়েছে তাদের প্রতিমাসজ্জায়ও।
কদমতলা সুবল স্মৃতি সঙ্ঘের মণ্ডপে রয়েছে ইউরোপীয় সভ্যতার ছোঁয়া।
প্যান্ডেলে ঢুকেই চোখে পড়বে এক মায়াবি পরিবেশ। প্রতিমা সজ্জায় আছে নজরকাড়া শিল্পনৈপুণ্য।
সালকিয়া ছাত্র ব্যায়াম সমিতির পুজোর মণ্ডপসজ্জায় রয়েছে বৌদ্ধ ধর্মের নানা আঙ্গিক।
প্রতিমার রূপেও রয়েছে শান্তির বার্তা।