বাগুইআটি উদয়ন সঙ্ঘ তার মধ্যে অন্যতম। এ বার সাবেক প্রতিমাতে বাজিমাত করেছে তারা।
কাঁকুড়গাছি মিতালি সঙ্ঘে প্রতিমার রূপ প্রতি বছরের মতো এ বারেও চোখ টেনেছে দর্শনার্থীদের।
মহালয়ার পর থেকেই মানুষ আসতে শুরু করেছে কাঁকুড়গাছি মিতালি সঙ্ঘে।
আলো-আঁধারির খেলায় অদ্ভুত এক পরিবেশ তৈরি হয়েছে কাঁকুড়গাছি স্বপ্নার বাগানে।
বিগ্রহ নীল আলোয় আরও মায়াবী হয়ে উঠেছে।
লেকটাউন অধিবাসীবৃন্দ বরাবরই উত্তর শহরতলির সেরা পুজোগুলির অন্যতম। এ বছরও এখানকার প্রতিমার স্নিগ্ধ রূপ প্রশংসিত হয়েছে দর্শনার্থীদের কাছে।
অপরূপ মণ্ডপসজ্জা দেখতে এই প্যান্ডেলে দর্শনার্থীরা ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন। বিগ্রহ, আলো, মণ্ডপ সবেতেই মুন্সিয়ানা রয়েছে এই পুজোয়।
উত্তর কলকাতা শহরতলির অন্যতম সেরা পুজো শ্রীভূমি। সব সময়েই থাকে দর্শনার্থীদের পছন্দের তালিকায়।
প্রতিমার স্নিগ্ধ রূপ দেখতে এই মণ্ডপে ভিড় জমতে শুরু করেছে ইতিমধ্যেই। প্রতিমার আদলও মণ্ডপের মতোই চোখধাঁধানো।
তেলেঙ্গাবাগানের প্রতিমাসজ্জায় আছে শৈল্পিক ছোঁয়া।
মণ্ডপ থেকে প্রতিমা, সবেতেই রয়েছে অভিনব শৈল্পিক নিদর্শন।