বেলেঘাটা অগ্রণী তার মধ্যে অন্যতম। আলোকসজ্জার কেরামতিতে সেজে উঠেছে এই পুজোমণ্ডপ। রয়েছে শিল্পের ছোঁয়া।
মহালয়ার পর থেকেই মানুষ আসতে শুরু করেছে এই প্যান্ডেলে। উৎসাহী দর্শক পুজো শুরুর আগেই ঘুরে আসছেন ভিড় এড়ানোর জন্য।
বেলেঘাটা নবমিলনের প্রতিমা প্রতি বছরের মতো এ বারেও চোখ টেনেছে দর্শনার্থীদের।
আলো-আঁধারির খেলায় অদ্ভুত এক পরিবেশ তৈরি হয়েছে মণ্ডপ জুড়েই। বিগ্রহ এই আলোয় আরও মায়াবী হয়ে উঠেছে।
বিধান সংঘের পুজো বরাবরই উত্তর কলকাতার সেরা পুজোগুলির অন্যতম। এ বছরও এখানকার প্রতিমার স্নিগ্ধ রূপ প্রশংসিত হয়েছে দর্শনার্থীদের কাছে।
অপরূপ মণ্ডপসজ্জা দেখতে এই প্যান্ডেলে দর্শনার্থীরা ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন। বিগ্রহ, আলো, মণ্ডপ সবেতেই মুন্সিয়ানা রয়েছে এই পুজোয়।
হাতিবাগান সর্বজনীনের পুজো সব সময়েই থাকে দর্শনার্থীদের পছন্দের তালিকায়। প্রতি বছরই মণ্ডপসজ্জায় চমক থাকে এদের।
সাবেক প্রতিমার স্নিগ্ধ রূপ দেখতে এই মণ্ডপে ভিড় জমতে শুরু করেছে ইতিমধ্যেই। প্রতিমার আদলও মণ্ডপের মতোই চোখধাঁধানো।
উল্টোডাঙার করবাগানে সাবেক রূপে সেজে উঠেছে প্রতিমা। ব্যতিক্রমী প্রতিমা।
থিম পুজো নয়, বরং সাবেকিয়ানায় ভরসা রেখেছেন করবাগানের উদ্যোক্তারা।
উত্তরের মহম্মদ আলি পার্কের পুজো প্রতি বারের মতো এ বারেও নজর কেড়েছে।
সাবেক প্রতিমা ও মণ্ডপসজ্জা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
শিকদার বাগানের প্রতিমা প্রতি বছরের মতো এ বারেও চোখ টেনেছে দর্শনার্থীদের।
নীলাভ আলোর আভায় মণ্ডপসজ্জায় মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে।
টালা বারোয়ারি পুজো সব সময়েই থাকে দর্শনার্থীদের পছন্দের তালিকায়।
সাবেক প্রতিমার স্নিগ্ধ রূপ দেখতে এই মণ্ডপে ভিড় জমতে শুরু করেছে ইতিমধ্যেই। প্রতিমার আদলও মণ্ডপের মতোই চোখধাঁধানো।