টল টল নীল জল। নদীর ধারে ছবির মতো শহর ইউনাইটেড কিংডমের নিউক্যাসল।
এই শহরে প্রায় বিশ বছর ধরে পুজো করে আসছেন এখানকার প্রবাসী বাঙালিরা। পাঁচ দিন ধরে পুজো হয় এখানে। পুজোর দিনগুলিতেই পুজো করা হয় এখানে। সপ্তাহ শেষের জন্য অপেক্ষা করা হয় না।
কলকাতার কুমারটুলি থেকে এখানে প্রতিমা নিয়ে যাওয়া হয়। থিম নয়, সাবেকি ধারা বজায় রেখে পুজো করা হয়। সদস্যরা পুজোর জন্য আলাদা করে ছুটি পান না। সব বছর স্কুল-কলেজ,অফিস ছুটি থাকে না। তবে পুজোর সঙ্গে যুক্ত সকলে পালা করে পুজোর জন্য সময় দেন। অফিস করে রাতে বাকিরা যোগ দেন। তবে এ বার সপ্তমী, অষ্টমী সপ্তাহে শেষে পড়েছিল। তাই প্রায় প্রত্যেকেই থাকতে পারল। সিঁদুরখেলা, থেকে ঢাক, ধুনুচি নাচ। সব হল।
নিয়ম মেনে আনুষ্ঠানিক ভাবে বিসর্জনও।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।